আমাদের কথা খুঁজে নিন

   

কোলকাতা বাংলা ছবি দেখিয়া যা কিছু শিখিলাম ( বেশি না - খানিকটা )

অতি বালছাল টাইপ লিখা । পড়ে ব্রেক্ত হলে লেখক ই একমাত্র দায়ি অতি সাম্প্রতিককালিন দুইখানা কোলকাতা বাংলা মুভি মারিলাম - " আওয়ারা " এবং " জানে মন " - পুরোপুরি হজম হয়ে উঠছে না - এখন ও ঢেঁকুর উঠছে রীতিমত । ছবি দুইখানায় যেই পরিমান " শিক্ষা " এর উপকরন আছে - তা দেখার পর নিজেকে বেফুক সিক্কিত মানুষ মনে হচ্ছে !! শেয়ার না করা পর্যন্ত হজম হবে না , মনে হচ্ছে !! আমার কিছু বন্ধু সব জায়গাতেই শিক্ষা খুজে - শিক্ষা সফরে শিক্ষা থেকে শুরু করে পারলে বড় কাজ করার সময় ও শিক্ষা খুজে নেয় !! - তাহাদের এই দুইটা মুভি দেখবার পরামর্শ দেয়া গেলো !! শিক্ষা নাম্বার এক - প্রেম পিরিতি শুধু বেকার পোলাদের করবার জিনিস , ( দুই মুভি তেই ) শিক্ষা নাম্বার দুই - সুন্দর মাইয়া গুলান দেইখা নগদে পিরিতে পড়তে হইবো - নু চুদুর বুদুর !! না পড়লে উহাদের অপমান করা হইবে !!! শিক্ষা নাম্বার তিন - পোলারা বাইরে থেকে লুচ্চা - গুন্ডা , ভিতরে একবারে আল্লার কিরা ভালা মানুষ । শান্তিতে নুবেল পাওয়ার যোগ্য !! শিক্ষা নাম্বার চার - পোলা একলা প্রেমে পড়ছে তো কি হইছে - গানে দুইজন কেই সমান তালে কোমর দুলান লাগবে !! শিক্ষা নাম্বার পাঁচ - একটি গাড়ি ৬০ কিমি বেগে অপর একটি স্থির গাড়িকে ধাক্কা দিলে উহা ১২০ কিমি বেগে ভুমির ১০ হাত উপ্রে দিয়া যায় ( সোনারা - ফিজিক্স কি গুপ্তকেশ ফালাইতে পরিতেছ - বাংলা মুভি দেখ !!) শিক্ষা নাম্বার ছয় - প্রেমিক হইতে গেলে মাইর জানা এক্কেরে ফরজ - ২০-৩০ জন কে মাইর না দিলে প্রেমিক পুরুষ তো ঘুমাতেই পারবে না !!! শিক্ষা নাম্বার সাত - ঘনিষ্ঠ দৃশ্য করবার সময় নায়িকা সুন্দর করে হাটুর উপ্রে উঠা কাপড় ঠিক ঠাক করবে - কিন্তু তার পরেই হাটুর এক হাত উপ্রে তেনা পেচাইয়া নাচিতে কুনো লজ্জা নাই !! ( জানেমন দ্রষ্টব্য ) শিক্ষা নাম্বার আট - আজ কাইল মাইর জানিয়া লাভ নাই - প্রেমিক পুরুষদের কম্পু বিষয়ে ও জ্ঞান রাখিতে হইবে ( আওয়ারা - ১০০ % লাভ দ্রষ্টব্য ) শিক্ষা নাম্বার নয় - বাসায় সন্ত্রাসী এসে মারতে চাইলে নায়িকা গন সুন্দর করিয়া গুসল করিতে লাগিয়া যাইবেন - সাঁতারের পোশাক পড়িয়া নর্তন কুন্দন ও করতে পারেন !! - মারবে কি - উল্টা বিয়ে করতে লুল ফালানি শুরু হয়ে যাবে !! ( আওয়ারা দ্রষ্টব্য ) শিক্ষা নাম্বার দশ - প্রেমে পড়লে মানুষের ভ্রমন চুলকানি উঠে যায় !! - সুইজারল্যান্ড - ইংল্যান্ড সহ তাবৎ ল্যান্ডে না নাচিয়া তারা শান্তি পায় না ( কুন মুভি বাকি দিবো ?? সব সব !! ) শিক্ষা নাম্বার এগার - নায়কের মারামারি করবার সময় " উহ আহ " শব্দ করা ছাড়া নায়িকার আর বিশেষ কোনো কাজ নেই ( কষ্ট পাইয়া এই রকম আওাজ দিতাছে নাকি অন্য কিছু !! ) শিক্ষা নাম্বার বার - প্রেমিক পুরুষের সাথে নু হাঙ্কি পাঙ্কি - নইলে এক ঘুষিতে পেটের লাল পানি বাইর করা সহ - ৬ মাসের জন্য হসপিটালে থাকতে হইবে !! ( জানে মন দ্রষ্টব্য ) শিক্ষা নাম্বার তের - নায়িকার প্রেম উহার স্কার্ট এর দৈঘ্যের ব্যস্তানুপাতিক - প্রেমের গভীরতা যত বাড়বে স্কার্ট তত ছোট হতে থাকবে । ( উভয় সিনেমা ই দ্রষ্টব্য ) সব শেষে জিত ভাইজান এর শিক্ষা - " শিখার কোনো শেষ নেই - মাইরের কোনো বয়স নেই !! " এতো শিক্ষা আর কুতায় পাইবেন ??!! বলগ খতম - পৈসা হজম ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.