আমাদের কথা খুঁজে নিন

   

তিনি ভালবাসায়, শ্রদ্ধায়, বন্ধুত্ব ও বিশ্বাসে...

জগন্নাথ শব্দটিই যেন বিস্তর ফারাক গড়ে দেয় আমাদের একে অপরের মধ্যে। আর ক্যাম্পাসটাতো ব্যবধানের মাস্তুল হয়ে দাঁড়ায় সামনে। এমন পরিবেশে ছাত্রে-ছাত্রে হৃদ্য হওয়ার সুযোটাই যেখানে ঘটে না সেখানে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কতো অনেক দূরের জিনিস। ইট-কাঠের শহরের আরেক কাটখোট্টা সংস্করণ বলা যায় একে। নির্জীব বা নির্লিপ্ত একদলা প্রাণী।

প্রাণ আছে বটে, নব আনন্দ নেই। সৃষ্টির উচ্ছ্বাস সর্বত্র অনুপস্থিত। তবু ব্যতিক্রম আছে বলেই দুনিয়াটা এখনও টিকে আছে। অন্তরাত্মার পবিত্র ভালবাসা আছে বলেইতো ধরায় এখনো ফুল ফুটে, ফুলপরীরা বদান্যে হাসে। ছেলেরা নির্ভীক ভ্রমরের গুঞ্জরন ছুটায়।

বাংলার সক্রেটিস, বিংশ শতকের ছাত্র-প্রিয় রাজ্জাককে আমরা জানি। সে রাজ্জাক আজ ধরা দিয়েছে প্রিয় আঙ্গিনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। রাজীব স্যার আমাদের গর্বের ধন, তারুণ্যের প্রতীক। তিনি ভিন্ন বলেই, তার জায়গায় অতি সাধারণ বলেই শিক্ষার্থীদের কাছে অসাধারণ জনপ্রিয়। আর অসম্ভব ভালবাসার মানুষ।

হাজারো শিক্ষার্থীর প্রিয় বন্ধু, তাদের রাজ্জাক স্যার। আমাদের রাজীব স্যার। আমি ও আমরা তার সান্নিধ্যকে, তার মুখ থেকে কিছু শুনতে পারার দুর্লভ মুহুর্থটাকে খুব বেশি মিস করি, ফিল করি। এইসব কিছু আবার এত্তটা এত্তটা এনজয় করি। স্যারের জন্য শ্রদ্ধা ও ভালবাসা।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।