বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
একটা দিন যাওয়া মানে একটা সৃত্মির মৃত্যু,
বরং ওটাই আমার কাছে ভালো,
একটি সকাল মানে, আবারো একটি কষ্টের নিঃশ্বাস,
রাত টা, যেন কষ্টটাকে কিছুক্ষণ ভুলে থাকা।
কষ্টের ত্রিমাত্রিকতা, আমি দেখেছি খালি চোখে,
যেন নিজেকে কোন অগ্নিকূপে জ্বলতে দেখা,
কষ্ট আমার অলংকার, কষ্টেই করি স্নান,
যেন কষ্টই আমার কক্ষপথ, ওতেই বিচরণ।
তোমার দেয়া উপহারের কষ্ট গুলো আজো যেন বাজে,
অতৃপ্ত মৃত কোন নর্তকীর পায়ের নুপুরের যত সুর,
রিনিঝিনি রিনিঝিনি করে ঝড়ে একেক ফোঁটা রক্ত,
আর কতদিন এভাবে রবে? শুধু অপেক্ষা আর অপেক্ষা।
জলন্ত চোখে করুন আর্তি, মৃত্যুর স্বাদ পাবার,
মৃত্যুতেই যেন শান্তি, মৃত্যুতেই যেন সব সুখ,
এভাবে শুরু হয় আরো একটা দিন, আরো একটা আলো,
কেনো আসে? না চাইলেও তবু বারে বার আবারও কষ্টের সাথে সঙ্গম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।