আমাদের কথা খুঁজে নিন

   

তোমারই ভালবাসায়-৮

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

প্যারাসাইটের জীবন আমার, ধিকি ধিকি জ্বলে, খাই, যে টুকু পাই তবে, তুমিই আছো বলে, নির্ভরতার চাদরে মোড়া, আমার এ জীবন, সুখ দুখ আর ভালবাসায় গড়া এ ভুবন। তোমার জন্যই আছি বেঁচে, সপ্ন দেখি তোমায়, আমার দুখে কাঁদো না তুমি, না তোমায় ভাবায়, তবু তোমায় বাসি ভালো, না বাসলেও তুমি, আমার জীবন তোমার হাতেই, সে আমি জানি। তুমি হাসলেই আমি হাসি, তুমি কাঁদলেই কাঁদি, তুমি বললেই মরতে পারি, বয়ে যাই নিরবধি, তুমি বললে মরে যাবো, ফিরবো না তবে আর, মরেও অনেক কিছুই পাবো, হালকা হবে ভার। আমার জীবন ক্ষণস্থায়ী, তোমার হাজার ভাগেরও কম, সবই বুঝি তারপরেও, মানেনা আমার মন, তোমার প্রেমে তোমার মায়ায়, বাঁচতে চাই আমি, ওতেই আমার সুখ যে বড়, বড়ই অহংকারি।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।