বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
কখনই ভাবো না তুমি, স্বপ্ন দেখবে আমায়,
কখনই কোন সুখ অনুভুতি তোমায় না দোলায়,
সীমা আর অসীমের মাঝে ছোট্ট অংশ যদি থেকে থাকে ,
আমার মনের সেইখানেই বসবাস তোমার, গহীন কোন ফাঁকে।
তোমার শরৎ হাওয়ায় মনটা আমার হয় যে উতালা,
হৃদয়ের শহর থেকে শহরে বয় তোমারই সেই হাওয়া,
কাঁদি, যখন তোমার মনটা কাঁদে, কষ্ট পাই নিজে,
জানতেও পারোনা, কেউ একজন তোমার জন্য আছে।
এখন, দুই একটা তারা খসে আমার মনে আকাশ থেকে,
সব ঝড়লেও একটিতেই ভরসা আমার, তুমিই আছো বলে,
পাওয়া আর না পাওয়ার মাঝে থাকি না কখনও পড়ে,
জানিই আমি, কোনদিনও আসবে না তুমি আমার নীড়ে।
এমন করে এইভাবেই শেষ হবে সব একদিন,
হোক তবে, চাই না কিছুই, না বাজুক সুখ বীণ,
তবে চাই, আবার একবার যেন জন্ম নিতে পারি,
দুর থেকে আবারো যেন তোমায় বাসতে ভালো পারি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।