বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
স্বপ্নের কার্নিশের দেখা তোমার সাথে,
একটা ঝলক, শুধুই একটা ঝলক,
বিবর্ণ স্বপ্নের মাঝেও রঙিন তুমি,
আজো ঠিক তেমনই, যেন তেমনই আছো।
দুটি ভ্রুর মাঝে সেই রাঙা তিলক,
যেন ছোট্ট একটি নিশান আঁকা,
চোখের পাপড়িতে আঁকানো কাজল,
যেন স্থির জলের পরে একটা কুঁড়ি।
আর ঐ যে নোলক, যেন একটা বলয়,
তোমায় মাঝে রেখে, আমার ভাবনার যত বসবাস,
বাঁকা চাঁদের হাসির রূপের তোমার ঠোঁটে,
তোমার যত শিহরিত চুম্বন, যেন একটা জলস্রোত।
জানি, আর কোনদিনও দেখবো না তোমায়,
অস্পষ্ট সুরের দুর্বল লয়ের রিনিঝিনি,
আবছা স্বপ্ন কেবল স্বপ্নই রয়,
তবুও আশায় রই, আবারো স্বপ্নে তোমায় দেখবো বলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।