বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
একটা পাথরকে বুকে নিয়ে এই আমি এক শিল্পী,
ধুলো আর জলকে দেই জীবন, গড়ি প্রতিমা,
মুঠো মুঠো কাই দিয়ে একটা অবয়ব,
তারপর একটা প্রাণহীন দেহ যেন প্রাণ পায়,
ওটা শ্রদ্ধার জলে স্নাত হয়,
সাথে বাড়ে শিল্পীর সম্মান।
আপন হাতেই গড়ি কত প্রেম, কত নীড়, আর কত স্বপ্ন,
সুর বেঁধে দেই অন্যকে শব্দের পর শব্দ সাজিয়ে,
কিন্তু আমার নীড়, আমার গান, আমার স্বপ্ন?
আজ এক ধুলো পড়া শুকনো পাতা যেন,
আমার অপেক্ষা আর ক্লান্তিতে নুহ্য চোখটা,
আজো চেয়ে থাকে তোমার পথ পানে,
তোমার চুড়ির রিনিঝিনি আজো শুনি, আজো শুনি।
তুমি কি আমার হৃদয়ের সারগাম শোন?
দেখেছো কখনও সমুদ্রের নীরবতা?
থমকে থাকা আমার স্থবির সময় কখনও অনুভব করো?
আমার সেই স্রোত আর সময় এখনও সেখানেই স্থবির,
যেখানে তুমি দেখেছিলে, যখন তুমি ছিলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।