আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামের বহদ্দার হাট ফ্লইওভার র্দুঘটনা, চট্টগ্রাম মেয়র মঞ্জুরুল আলম এর দায় এড়াতে পারেনা।

(لا اله الا الله محمد رسول الله) র্দুঘটনা এমন একটি ব্যাপার যাতে মানুষের বিন্দুমাত্র হাত থাকেনা, তারপরও কিছু র্দুঘটনা মানুষ কোন অবস্থায় মেনে নিতে পারেনা বা মেনে নেওয়া যায়না, তেমন একটি র্দুঘটনা চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভার র্দুঘটনা, এই র্দুঘটনা যে কোন মানুষ কোন অবস্থায় মেনে নিবে না, মেনে নেওয়া সম্ভব নয়। কারণ এটা র্দুঘটনা নয় , এটা একটি পরিষ্কার হত্যাকান্ড। হত্যাকান্ড এই জন্য মাত্র গত ৫ মাস আগেও ব্যস্ততম স্থানে একই নির্মাণ কাজে একই স্থানে একই রকম দুর্ঘটনা হয়েছিল, তারপরও কেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যাবস্থা নেওয়া হলোনা তা সত্তি মানুষের জীবণ নিয়ে নাটক করার মত মনে হলো। গতকাল র্দুঘটনার পর পর চট্টগ্রামের মেয়র মঞ্জুরুল আলমের র্দুঘটনা স্থালে আসেন নি, বা এখনো পর্যন্ত তার কোন মন্তব্য পাওয়া যায় নি। অথচ এই মঞ্জুরুল আলম হলো চট্টগ্রাম শহরের সর্বোচ্চ স্থানীয় প্রশাসনের প্রধান, ও তিনি একজন নির্বাচিত মেয়ের। গত ৫ মাস আগেও এই রকম র্দুঘটনার পরও কেন নিরভ মঞ্জুরুর আলাম ? কোথায় তিনি? তার কি দায়িত্ব? একজন পূর্ণ মন্ত্রী মর্যাদা ও ক্ষমতা থাকার পরও সস্পূর্ণ নিরভ ও নিস্তব্দ মেয়র মঞ্জুরুল আলম। চট্টগ্রাম শহরের এই র্দুঘটনা কোন অবস্থায় দায় এড়াতে পারেনা মেয়র মঞ্জুরুল আলাম।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.