আমাদের কথা খুঁজে নিন

   

দিনে চাকরি রাতে কোর্স। (সংগ্রহে রাখারমত প্রয়োজনীয় একটি পোষ্ট।)

চাকরির পাশাপাশি উচ্চশিক্ষা চালিয়ে যেতে চাইলে অনেক ক্ষেত্রে সময়ের অভাবে সেটা সম্ভব হয়ে ওঠে না। বিষয়টি মাথায় রেখে বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষার্থী ও চাকরিজীবীদের জন্য আয়োজন করেছে সান্ধ্য কোর্স। বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইভিনিং এমবিএ যাঁরা চাকরি করছেন বা করবেন, তাঁদের পেশাগত দক্ষতার উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ বেশ কিছু বিষয়ে চালু করেছে ইভিনিং এমবিএ প্রোগ্রাম। বিষয় ও মেয়াদ বিজনেস স্টাডিজ অনুষদে ইভিনিং এমবিএ প্রোগ্রামটির মেয়াদ যথাক্রমে ১৬ ও ২৪ মাস। এখানে ৬৩ ক্রেডিটের আটটি বিষয়ে কোর্স পরিচালনা করা হয়।

কোর্সগুলো হলো ম্যানেজমেন্ট স্টাডিজ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, মার্কেটিং, ফিন্যান্স, ব্যাংকিং, ম্যানেজমেন্ট ও ইনফরমেশন সিস্টেম (এমআইএস), ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ও ইন্টারন্যাশনাল বিজনেস। ভর্তি যোগ্যতা ভর্তীচ্ছু শিক্ষার্থীকে ন্যূনতম ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে এবং অন্ততপক্ষে ৬ পয়েন্ট পেলে তবেই তিনি ভর্তির আবেদন করতে পারবেন। আবেদনকারী ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অ্যাডমিশন টেস্ট দিয়ে মেধাক্রম অনুযায়ী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। যোগাযোগ ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফোন : ০২-৮৬১৩২৯৫ বিআইএম বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেয়।

এখানে চাকরিজীবীদের জন্য সান্ধ্যকালীন স্নাতকোত্তর প্রোগ্রামের ব্যবস্থা রয়েছে। বিষয় ও মেয়াদ বিআইএমে ছয়টি বিষয়ে সান্ধ্য স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স চালু আছে। কোর্সগুলো এক বছর মেয়াদি এবং দুই সেমিস্টারে সম্পন্ন করতে হয়। এগুলো যথাক্রমে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, মার্কেটিং, ম্যানেজমেন্ট, কম্পিউটার সায়েন্স, সোশ্যাল কমপ্লায়েন্স। ভর্তি যোগ্যতা এক বছরের ডিপ্লোমা কোর্সের প্রশিক্ষণার্থীকে স্নাতক পাস হতে হবে।

শর্ত সাপেক্ষে ডিপ্লোমা ডিগ্রিধারীরাও এ কোর্সে ভর্তি হতে পারবেন। সব কোর্সে সদ্য স্নাতক সম্পন্নকারীও অংশ নিতে পারবেন। ভর্তির আগে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কোর্সটি বিআইএমের ঢাকা, চট্টগ্রাম, খুলনা শাখা থেকে এবং অন্য কোর্সগুলো শুধু ঢাকা ক্যাম্পাস থেকে করা যাবে। যোগাযোগ ঢাকা ক্যাম্পাস : বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, ৪ সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা।

ফোন : ৮১১৭৪০৫-০৭ চট্টগ্রাম ক্যাম্পাস : চাটগাঁ আবাসিক এলাকা, চট্টগ্রাম। ফোন : ০৩১-৬৭০৩৩২ খুলনা ক্যাম্পাস : বয়রা, খুলনা। ফোন : ০৪১-৭৬২৩৯১ আইসিএমএবি দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি প্রতিষ্ঠান। এখানে চাকরিজীবীদের জন্য কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (সিএমএ) বিষয়ে সান্ধ্য প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। বিষয় ও মেয়াদ সিএমএ কোর্সটি দুটি লেভেলে বিভক্ত।

ফাউন্ডেশন ও প্রফেশনাল লেভেল। ফাউন্ডেশন লেভেলের মেয়াদ ছয় মাস। দুই বছরমেয়াদি প্রফেশনাল লেভেল যথাক্রমে পিএল-১, পিএল-২, পিএল-৩ ও পিএল-৪ এ বিভক্ত। প্রতিটি লেভেলের মেয়াদ ছয় মাস। ভর্তি যোগ্যতা ভর্তীচ্ছু প্রার্থীদের ন্যূনতম ডিগ্রি পাস এবং ৬ পয়েন্টের অধিকারী হতে হবে।

প্রথম শ্রেণীতে স্নাতকে উত্তীর্ণ ও বিবিএ, এমবিএ, সিএ উত্তীর্ণ আবেদনকারীকে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে না। যোগাযোগ আইসিএমএবি ভবন, নীলক্ষেত, ঢাকা। ফোন : ০২-৯৬১৫৪৬০, ৮৬১৯৬৪৯ চট্টগ্রাম ক্যাম্পাস : প্লট-৪৩, রোড-২৭, আগ্রাবাদ আবাসিক এলাকা, চট্টগ্রাম, ফোন : ০৩১-৭২৭৬৩৮ রাজশাহী ক্যাম্পাস : রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফোন : ০৭২১-৭৫১৩৩২ খুলনা ক্যাম্পাস : ২৪-২৫ মসজিদ সরণি, সোনাডাঙ্গা, খুলনা। ফোন : ০৪১-৭২২৩৩৫ কুমিল্লা ক্যাম্পাস : ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা।

ফোন : ০৮১-৬৮৪৬৩/১০৪ তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে সান্ধ্য প্রশিক্ষণের সুযোগ রয়েছে। ভর্তি যোগ্যতা তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে দুই বছরমেয়াদি সান্ধ্যকালীন এমএ প্রোগ্রামে ভর্তীচ্ছুদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমাধারী হতে হবে। গ্রেডিং পদ্ধতিতে জিপিএ ৭ থাকতে হবে। যোগাযোগ : তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ফোন : ০২-৯৬৬১৯০০। [কৃতজ্ঞতাঃ আমিনুল ই শান্ত]  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.