আমি একজন চিন্তাবিদ। আমাকে কিছু জানাতে চাইলে http://www.facebook.com/cmtanvir.engr ম্যাসেজ করতে পারেন। ধন্যবাদ। শুরুতে আমাদের চট্টগ্রামের বহদ্দার হাট ফ্লাইওভারের মর্মান্তিক দুর্ঘটনায় যারা আহত এবং নিহত হয়েছে তাদের প্রতি আমার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি........ :'( চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মানাধীন ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে নিহতের সংখ্যা কমপক্ষে প্রায় ১০০ হতে পারে। নিচে চাপা পড়ে আছে প্রায় ১০ জন । আহত ৩০। ( প্রত্যক্ষদর্শীর মতে এবং আহত, নিহত, চাপা পড়া মানুষের সংখ্যা পরিবর্তন হতে পারে) আমার কিছু প্রশ্ন জাতির বিবেকের কাছে................ আমরা কি কিছুই করতে পারিনা?? শুনলাম পুলিশ লাশ লুকানোর চেষ্টা করছে। এই ভাবে এর কতো মানুষ প্রান দিবে??? দুর্নীতি কেমন পর্যায়ে পোঁছালে এতগুলো নিরাপরাদ মানুষ মারা যায়??? আমরা শুধু পিতা,জামাই আগে কি করছে ওইটা নিয়ে পরে থাকবো ??? এইটা কি ডিজিটাল বাংলাদেশ??? এমন দেশ কি আমরা চেয়েছিলাম??? এসব দুর্নীতিবাজদের বিচার কে করবে??? আমাদের ভবিষ্যৎ কি??? আমরা কি মানুষ নাকি জানোয়ার ???? কেন আমাদের এতগুলো নিরাপরাদ মানুষ মারা যাবে??? এর দায় কাদের??? আমি জানতে চাই!!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।