! ভয়ংকর অবস্থা বহদ্দারহাটে.....পুলিশ ফাড়ি ও দোকানে আগুন দিয়েছে জনতা....পুলিশ rab ,ফায়ার বিগ্রেড কর্মী ও এইমাত্র আসলো সেনাবাহিনী....পুলিশ জনতা সংঘর্ষ অব্যাহত।
নিহতের সংখ্যা কমপক্ষে ১০০ হবে। কারণ যে জায়গায় গার্ডার ভেঙ্গে পড়েছে জায়গাটা সব সময় লোকে লোকারন্য থাকে। তাছাড়া এক একটা গার্ডারের দৈর্ঘ্য ১৫০ মিটার। গার্ডার ভেঙ্গে পড়েছে ৩টি।
৩*১৫০ মিটার= ৪৫০ মিটার। এবার আপনি চিন্তা করেন, ৪৫০ মিটার জায়গার মধ্যে কত মানুষ নিহত হতে পারে। ঘটনাস্থলের আশেপাশে পুলিশ কাউকে ভিড়তে দিচ্ছে না। সাংবাদিকদেরও না। ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদেরও পুলিশ লাঠিচার্জ করে আহত করেছে, তাদের ক্যামেরাও ভেঙ্গে ফেলেছে।
নগরীর বহদ্দারহাটের অদূরে খাজা রোডে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্মাণাধীন ফ্লাইওভারের ৩টি গার্ডার ভেঙে পড়ার পর স্থানীয় জনতার উদ্ধার অভিজান। ভেঙে পড়া গার্ডারের নিচে এখনো দেখা যাচ্ছে জোড়া পা, মানুষের শরীরের উপরের অংশ। রক্ত আর পানি একাকার হয়ে আছে ফ্লাইওভারের নিচে জমে থাকা পানি। বীভৎস এ দৃশ্য উপেক্ষা করে মানুষ আপ্রাণ চেষ্টা করছে দানবাকৃতির গার্ডারের নিচে চাপা পড়া নিথর দেহগুলো উদ্ধারের জন্য।
বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিজান শুরু করেছে... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।