আমাদের কথা খুঁজে নিন

   

বাড়ির সামনে প্রস্রাব করতে নিষেধ করায় প্রাণ হারালো কিশোরি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক ব্যক্তি তাকে প্রস্রাব করতে নিষেধ করায় ১৭ বছরের এক কিশোরিকে গুলি করে হত্যা করেছে। তার গুলিবর্ষণে কিশোরির মা'ও আহত হয়েছেন এবং হামলাকারী যুবক পালিয়েছে। পুলিশ জানিয়েছে, দিল্লির ঘন বসতিপূর্ণ নিজামুদ্দিন এলাকায় একটি ভবনের আলাদা ফ্ল্যাটে বসবাস করতেন অভিযুক্ত ব্যক্তি এবং ওই কিশোরি ও তার মা। বৃহস্পতিবার ১৭ বছর বয়সী বিনু তার মা সাদমানি (৪০) ওই ব্যক্তিকে ভবনটির সামনে খোলা যায়গায় প্রস্রাব করতে নিষেধ করেন। এ সময় দু'পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ সৃষ্টি হয় বলে জানিয়েছে দিল্লির সিনিয়র পুলিশ কর্মকর্তা অজয় চৌধুরি। এরপর ওই ব্যক্তি মা ও মেয়েকে 'আমি তোমাদের দেখে নেব' বলে শাসিয়ে নিজ বাসায় চলে যায়। কিছুক্ষণ পর পিস্তল হাতে বিনুদের ফ্ল্যাটে গিয়ে গুলি চালাতে শুরু করে। এ ঘটনায় ঘটনাস্থলেই বিনুর মৃত্যু হয় এবং তার মা'কে হাসপাতালে ভর্তি করা হয়। লিংক মানুষ কতটা বর্বর ও অসহিষ্ণু হলে এমন ঘটনা ঘটতে পারে! খুনিকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.