আমি জানি আপনি ভালো । কিন্তু আমি আপনার মত ভালো না ! কেন জানি মনে হয় আমি কারো যোগ্য না - একজন মানুষ কে ভুলে যাওয়া কি এতটা সোজা ?? সত্যি করে বলতো , আমাকে ভুলে থাকতে পারবে তুমি ?? যখন খুব মন খারাপ হবে তোমার , তখন কি মনে পরবেনা আমার কথা ?? হয়তো পরবেনা কারণ তোমার মনের মতো একজন কে খুজে নেবে তো তাই .. এখন আমার আর কোন দুর্বলতা নেই ,এখন আর কোন কিছু হারানোর ভয় নেই আমার , জানো এখন আমি আর সপ্ন দেখি না কারণ সপ্ন যদি ভেঙে যাওয়ার জন্যই হয়ে থাকে তবে আর সপ্ন দেখবনা ,, জানো মাঝে মাঝে খুব কষ্ট লাগতে থাকে ভিতরটাতে আমি বুঝে উঠতে পারি না কষ্ট টা কিসের,, হয়তো তোমাকে না পাওয়ার নাকি এক মুহুরতে জন্য তোমাকে কাছে পাওয়ার... তোমার কতটা আপন ছিলাম আজ তুমি ভুলে গেছ ,,কিন্তু আমি তো ভুলতে পারবনা তাই তোমার দেয়া কষ্টগুলো স্বযতনে বুকে ধরে রাখব. .. তবু ও তুমি ভালো আর সুখে থেকো ধন্যবাদ আমার হৃদয় ভাঙ্গার জন্য ।।ধন্যবাদ তোমাকে । ইমরান নীল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।