আমাদের কথা খুঁজে নিন

   

ডিজিটাল পদ্ধতিতে মশা তাড়ান

নিজে শিখি ও অপরকে জানাই অনেকদিন আগে পড়েছিলাম- মশা আর মাছি এই নিয়ে ঢাকায় আছি !! রাত আড়াইটার সময় ঘুম ভেঙ্গে দেখি ভাই মশা মারায় ব্যস্ত । শেরপুর জেলার নালিতাবাড়ি থানার নন্নিবাজার নামক স্থানে বড় ভাই এক আত্মীয় করেছে । একবার বেড়াতে গিয়েছিলাম সেখানে । যেন আগের সেই অজপারাগায়ের বাস্তব নমুনা । মাইলের পর মাইল দিগন্ত বিস্তৃত ফললের মাঠ , কোন বিদ্যুতের কারবার নেই ।

সাঁঝের আধারে রাস্তার দুপাশে জোনাকির ঝিকিমিকি এ যেন শহুরে জীবনের অতীত স্মৃতি । টিনের ঘর এখুন বেশ উঠেছে তবে মাটির ঘরও নেহায়েত কম নয় । রাতে যখন বিছানায় যাব তখন এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল । মশা মারতে ইলেকট্রিক র‍্যাকেট এনে দিল । দেখেত আক্কেল গুড়ুম ।

আমাদের ওখানে বিদ্যুৎ থাকার পরেও এটা নেই অথচ এখানে আছে ! ব্যাপারটা জানতে চাইলে জানাল মামাকে ওষুধ কোম্পানি দিয়েছে । ওহ বলে ব্যাপারটা ভুলে গেলাম । ঢাকায় আসার পর একদিন বায়তুল মোকাররম মসজিদের ওখানে ঐ র‍্যাকেটটা দেখতে পাই । অন্যদিন এসে নিয়ে যাব বলে সেদিন রেখে আসি । এরি মধ্যে নেটে এই চমৎকার সফটওয়্যারটা দেখে তো টাস্কী খেয়ে যাই ।

মশা তাড়ান তাও আবার সফটওয়্যার দিয়ে । তড়িঘড়ি করে নামালাম । ইন্সটল করে দেখি হুম খারাপ না। মজা পেলাম, আপনাদেরকেও মজা দিবে এই আশায় সফটওয়্যারটা শেয়ার করলাম । নিচের লিঙ্কে ক্লিক করে সফটওয়্যারটা নামান ও মজা লন ।

http://www.mediafire.com/?adxxv1bbb77vhnb ভালো বা মন্দ যেটাই লাগুক না কেন তা অকপটে মন্তব্য করতে ভুলবেন না । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.