ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল খুঁজিনি তন্ত্রমন্ত্র, সমাজ কিংবা গণ- খুঁজিনি রাজার কোষাগার যাইনি বৃন্দাবনে, নামিনি সমুখ রণে আগে কোন বার রাজনীতি বেখাপ্পা, শরীরে সেট না হওয়া দামী শার্টপিস আমাকে বলতে পারো আদ্যোপান্ত ঘোর সেলফিস দেশের যা হবে হোক, আমাতে আমার মত থাকা বিকেলের মাঠ কিংবা আড্ডার তুমুল ধামাকা এসব নিয়েই বেশ কেটে যাচ্ছিল দিন, নিজস্ব রঙিন নিরুদ্বেগ, নিশ্চিন্তে- আগাগোড়া কালের কফিন কেন যে সেদিন তুমি ভেঙে দিলে ছোট সেই ঘর নীল ক্যানভাসে আঁকা আমাদের নিজস্ব প্রহর দুমরে মুচরে দিলে ভাঙা গলি, চেনা সব রঙ পিতার লাশের পাশে হতবাক কিশোর যখন; ভালোলাগা মেয়েটির ক্ষতবিক্ষত শরীরের- নিম্নাঙ্গে জমাট রক্ত দেখে শোকে গুমরে ওঠে ফের তার চোখের স্ফুলিঙ্গে কেন তবে চমকাও আজ হাতের আঙুলও তার ট্রিগারের নিষ্ঠুর ভাঁজ বুকের ভেতরে পোড়ে ধুকপুক তাজা ডিনামাইট তাকে নামিয়েছ পথে পঁচিশের কালরাত- 'অপারেশন সার্চলাইট' গ্রেনেডের পিন খোলা হাত দেখে কেঁপে ওঠে খোলা বেয়োনেট! সে এখন নিজেই তো আশরীর ছুটে আসা ফুটন্ত গ্রেনেড
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।