গনজাগরনের মাধ্যেমে পরিবর্তন সম্ভব....মানুষের চিন্তার পরিবর্তন করাটা জরুরি ....বুদ্ধিবৃত্তিক পুনরজাগরনে বিশ্বাসী ব্লগার মালালা, ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো ব্লগার মালালা, ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো ...... আসিফ মহিউদ্দীন গাজায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় বিবিসির সাংবাদিক জিহাদ মাশরাভির ছোট্ট শিশুটিও রেহাই পায়নি। জিহাদ মাশরাভি কাজ করেন বিবিসি আরবি বিভাগে ‘পিকচার এডিটর’ হিসেবে। পেশাগত জীবনে তাকে অজস্র ছবি সম্পাদনা করতে হয়েছে। তার এগার মাসের ছোট্ট শিশু ওমরের মৃতদেহটি দুই হাতে জড়িয়ে ধরে বুকের সাথে যেভাবে চেপে ধরেছিলেন জিহাদ মাশরাভি, তা ডেইলি মেইলের পাতায় নিজেই মর্মান্তিক এক ছবি হয়ে উঠলেন।
পিতার কোলে সন্তানের লাশ।
জিহাদ মাশরাভি যেন ফরিয়াদ জানাচ্ছিলেন একমাত্র আল্লাহর কাছেই। পাশে তার প্রতিবেশীরা দাঁড়িয়ে ছিলেন নিথর নিস্তব্ধ হয়ে। কিইবা বলবেন তারা। এ যেন তাদের নিত্য দিনের নিয়তি।
পরম যত্নে জিহাদ তার মৃত শিশুর কাফন জড়ানো লাশটি আগলে ধরেছিলেন।
মাঝে মাঝে চুম্বন করছিলেন ওমরকে। তাকে দাফন করতে হবে এত তাড়াতাড়ি তা কখনোই ভাবেননি জিহাদ।
অবরুদ্ধ গাজায় যখন গভীর রাতে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা হানে, তখন ঘুমিয়ে থাকা ওমর মারাত্মক আহত হয়। সাথে সাথেই ওমরকে হাসপাতালে নেয়া হলেও ততক্ষণে সব শেষ।
হামাসের সামরিক প্রধান আহমেদ আল জাবারিকে তার গাড়িতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হত্যা করার পর অব্যাহতভাবে হামলা চালিয়ে যায় ইসরাইল।
ইসরাইলি জঙ্গী বিমান, ট্যাঙ্ক ও গানবোটগুলো সারারাত গাজার আকাশে ফিলিস্তিনিদের ওপর গোলা বর্ষণ করতে থাকে যখন তারা ঘুমিয়ে ছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।