আমাদের কথা খুঁজে নিন

   

সমালোচনার মধ্যে মেরিল-প্রথম আলো অনুষ্ঠান

ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়ার মধ্যেই সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের নিয়ে মেরিল-প্রথম আলো পুরস্কার বিতরণের অনুষ্ঠানটি হচ্ছে। সাভারে কযেকশ' মানুষের প্রাণহানির ঘটনার মধ্যেই এ ধরনের অনুষ্ঠান চালিয়ে যাওয়ায় সামাজিক যোগাযোগের মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সাভারের বিষয়টি বিবেচনায় নিয়ে অনুষ্ঠানটি স্থগিত করতে বৃহস্পতিবার থেকেই ফেইসবুক, ব্লগসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে অনুরোধ জানিয়েছেন অনেকেই। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল-অব ফেম-এ শুরু হয় মেরিল-প্রথম আলো পুরস্কার বিতরণ অনুষ্ঠান, যেটিকে প্রথম বলা হচ্ছে 'তারকা-মহাতারকাদের মিলনমেলা'। সাভারের হতাহতদের উদ্ধার অভিযানের মধ্যেই অনুষ্ঠানটি নিয়ে ব্লগার অমি রহমান পিয়াল তার ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন, “...জ্বি ভাইয়া/আপু, আমরা জানি ক্যারিয়ারের কথা মাথায় রাইখা এই আহ্বানে না বলার হ্যাডম আপনারা রাখেন না, কারণ প্রথম আলো বইলা কথা, কলমের এক খোচায় বাতিল বানায়া দিবে।

তাগো অনেক ক্ষমতা, একমাত্র তারাই পারে বাংলা সিনেমার যাবতীয় কাটপিসে ব্যবহৃত অশ্লীল গানের গীতিকাররে বিনোদন পাতার দায়িত্ব দিয়া চলচিত্রে অশ্লীলতার বিরুদ্ধে আন্দোলন করতে। ” সংস্কৃতি অঙ্গনের তারকাদের উদ্দেশ্যে পিয়াল বলেছেন, “আপনাদের না বলতে হবে, যাবেন না এই প্রোগ্রামে। উদ্যোক্তাদের বলেন ডেট পিছাইয়া দিতে। কয়েকশ' মানুষের লাশ সামনে রা‌ইখা নৃত্যগীত একদিন নাই বা করলেন। ” “পেশাদার নট নটির বদলে মানুষের ভূমিকায় না হয় একটা দিন অভিনয় করলেন।

হুমকি না এইটা অনুরোধ। ” "এক সময় শ্রমিকের অধিকার নিয়া দিন গুজরান করা প্রথম আলো শ্রমিকের লাশের উপর দিয়া জশনে জলুস বসাইতে পারে, কিন্তু আপনারা তাতে অংশ নিতে পারেন না, কারণ টু সাম এক্সটেন্ট আপনারাও শ্রমিক", লিখেছেন পিয়াল। ব্লগার আরিফ জেবতিক তার ফেইসবুক স্ট্যাটাসে বলেন, “৩০০ লাশ দাফনের অপেক্ষায় জাতির কাঁধে। ৩০০০ লোক এখনও উদ্ধারের অপেক্ষায়। এই দিনে প্রথম আলোর এই রঙতামাশার নিন্দা জানাই।

ছিঃ প্রথম আলো। ” “ছিঃ মেরিল! ছিঃ উচ্ছিষ্টভোগী শিল্পীর দল! ছিঃ! ছিঃ! ছিঃ। ” ২৫ এপ্রিল প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার, কাল সেই ঝলমলে তারার মেলা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বিপুল নামের এক পাঠক লিখেছেন, "সাভারে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, দেশবাসী এখনও শোকস্তব্ধ। তার মধ্য একদিন না যেতেই এই আনন্দ অনুষ্ঠান? ব্যাপারটা অসংবেদনশীল লাগছে। অন্তত এক সপ্তাহ পিছানো যেত।

" নাম না উল্লেখ করে প্রথম আলোরই আরেক পাঠক মন্তব্য লিখেছেন, "অতীতে দেশের বিভিন্ন দুর্য়োগকালে সাংকৃতিক কর্মীদের অনেক দায়িত্বশীল ভূমিকা ছিল। তাই আমরা আশা করব আপনারা সাভার দুর্ঘটনার শোকে গভীরভাবে শোকাহত হয়ে অনুষ্ঠানটি কয়েকদিন পিছিয়ে নিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিবেন। " ফেইসবুকে 'শাহবাগে সাইবার যুদ্ধ' নামের একটি পেইজে প্রথম আলোর এই অনুষ্ঠান নিয়ে বলা হয়েছে, “এই দুঃসময়ে প্রায় তিনশ' লাশ উদ্ধারের অপেক্ষায় থাকা আরও কয়েক হাজার বন্দি মানুষ, নিহত ও স্বজনহারাদের দুঃখকে সামনে রেখে মেরিল-প্রথম আলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন এতটাই দৃষ্টিকটু যে ভাষায় প্রকাশের অনুকুল নয়। ” সাংবাদিক সুপ্রীতি ধর তার ফেইসবুক স্ট্যাটাসে অনুষ্ঠানের সমালোচনা করে লিখেছেন, "দেশে মহা মানবিক বিপর্যয় ঘটে গেছে। এখনও প্রথম আলোর সো-কলড প্রগতিশীল-টেলেন্টেড সাংবাদিকরা কি করে মেরিল-প্রথম আলো তারকা জরিপের মতো আলো ঝলমল আনন্দ অনুষ্ঠান করার সাহস রাখে, ভাবার বিষয়? এটা কি আনন্দের সময়?" প্রথম আলোর সাবেককর্মী ও বর্তমানে দেশ টিভিতে কর্মরত গিয়াস আহমেদ তার ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন, "সাভার ট্র্যাজেডিতে শত শত প্রাণ চলে গেল।

টিভিতে সেই দৃশ্য দেখে আমাদের চোখে অচেনা মানুষগুলোর জন্যও জল। কী করুণ! কী হৃদয়বিদারক! মৃতের সংখ্যা বাড়ছেই...। পুরো জাতি প্রার্থনা করছে... শুক্রবার সব প্রতিষ্ঠান নির্ধারিত সব ধরনের অনুষ্ঠান বাতিল করেছে। শোকে, মৃতদের প্রতি সম্মান জানিয়ে। একমাত্র ব্যতিক্রম প্রথম আলো।

দেশে এত বড় দুর্যোগের পরও, এই মৃত্যুর মিছিলের মাঝেই হতে যাচ্ছে মেরিল-প্রথম আলোর অনুষ্ঠান। নাচন-কুদন আনন্দ-ফূর্তির অনুষ্ঠান বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রথম আলো... এই হলেন আমাদের "কমরেড মতিউর রহমান"! দিনবদলের ডাকেদেনেওয়ালা...! ছিঃ!" Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.