প্রদীপ হালদার,জাতিস্মর। হয়তো তুমি এসেছিলে
আমার ডাকে।
নয়তো তুমি এসেছিলে
আমার কথা শুনে।
এক পলকে তোমায় দেখে
ভালোবেসেছি তোমাকে।
ভালোবাসি বলতে গিয়ে
পারি নি বলতে তোমাকে।
তোমাকে বলতে গিয়ে
থেমে গিয়েছি লজ্জা পেয়ে।
তাই বলা হয় নি তোমাকে
আমি ভালোবাসি তোমাকে।
তুমি এসেছো আমার কাছে
নীরবে নিঃশব্দে সহজভাবে।
কত হাসাহাসি করেছি দুজনে
বুঝি নি ভালোবাসি তোমাকে।
যেদিন বুঝেছি তোমাকে নিয়ে
সেদিন পারি নি বলতে তোমাকে।
ভালোবেসে নিজেকে কাঁদিয়ে
পারি নি যেতে তোমার কাছে।
সেইভাবে হাসাহাসি করে
পারি নি আগের মতো করে চলতে।
ভালোবাসা এসে গিয়ে আমাকে
থামিয়ে দিয়েছে চলার পথে।
যখন ছিল না ভালোবাসা হৃদয়ে
হাসাহাসি করে মিশেছি দুজনে।
আজ ভালোবাসা এসে গিয়ে
সহজ মেলামেশা গিয়েছে হারিয়ে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।