আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগিং প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতে নিন স্যামসাং গ্যালাক্সি নোট ২!

Rajib Roy স্যামসাং গ্যালাক্সি নোট ২ এর কথা জানেন নিশ্চয়ই? এন্ড্রয়েড জেলি বিন চালিত ৫.৫ ইঞ্চি ডিস্পপ্লে সমৃদ্ধ ৮ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই স্মার্টফোন কাম ট্যাবলেট ডিভাইস। এর এস পেন এবং এস ভয়েস ফিচারগুলোও অবাক করা। ৬৭৫০০ টাকা দামের এই হ্যান্ডসেটটি আপনি পেতে পারেন বিনামূল্যে- মাত্র একটি আর্টিকেল লিখে। কি? আশ্চর্য লাগছে, তাইনা? কিন্তু এটাই বাস্তব। ব্লগিমেট নিয়ে এসেছে সেই সুযোগ।

ব্লগিমেট সম্পর্কে অনেকেই হয়ত আগে থেকে জেনে থাকবেন, যা সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক বহুভাষী সামাজিক ব্লগিং সাইট। তো চলুন জেনে নিই কিভাবে পাবেন স্যামসাং গ্যালাক্সি নোট ২ ব্লগিমেটের ব্লগিং প্রতিযোগিতায় অংশ নিয়ে যে কেউ জিতে নিতে পারেন আকর্ষনীয় এই পুরস্কার কিভাবে অংশগ্রহণ করব? প্রথমেই আপনার দরকার হবে একটি ব্লগিমেট একাউন্ট। http://www.blogymate.com ঠিকানায় ভিজিট করে আপনার ফ্রি একাউন্টটি ওপেন করে নিন। ইমেইল ভেরিফিকেশন হয়ে গেলে আপনার একাউন্টে সাইন ইন করুন। এবার নির্দিষ্ট টপিক “The Importance of Blog –AUser’s Perspective” অর্থাৎ একজন ব্যবহারকারীর দিক থেকে ব্লগের গুরুত্ব সম্পর্কে মনের মাধুরী মিশিয়ে যে কোন ভাষায় একটি আর্টিকেল লিখে পাবলিশ করুন।

সুতরাং, আপনি চাইলে মাতৃভাষা বাংলায়ই লিখে ফেলতে পারেন আপনার পোস্টটি! এরপর এই লিংক http://www.blogymate.com/app.aspx?appid=10 অনুসরণ করে ব্লগিমেট কম্পিটিশন এপ ভিজিট করুন। এপ হোম পেজে উপরের দিকে ডানপাশে “কানেক্ট” বাটনে ক্লিক করে এপ্লিকেশনটি আপনার ব্লগিমেট একাউন্টে যুক্ত করুন। এবার “এন্টার নাউ” লেখা বাটনে ক্লিক করে প্রতিযোগিতার মাঠে নেমে পরুন। এখন যে পেজটি আসবে সেখানে কন্টেস্টের শর্তাবলী লেখা আছে। এপ্লিকেশনের এই উইন্ডোতে কনটেস্ট সম্পর্কিত আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্যের লিঙ্ক পাবেন।

একদম নিচের দিকে একটি বক্স আছে যেখানে আর্টিকেল লিঙ্ক সাবমিট করতে বলা হচ্ছে। একটু আগেই ব্লগের গুরুত্ব সম্পর্কে আপনি যে আর্টিকেলটি পাবলিশ করলেন সেই পোস্টের লিংক এই বক্সের মধ্যে কপি>পেস্ট করে “প্রসিড” বাটনে ক্লিক করুন। ব্যাস, আপনি এখন একটি স্যামসাং গ্যালাক্সি নোট ২ জিতে নেয়ার সুযোগ পেয়ে গেলেন। আপনার আর্টিকেলের হিট, কমেন্ট এবং কোয়ালিটির উপর নির্ভর করে পেয়েও যেতে পারেন দারুণ এই স্মার্টফোনটি। পোস্টে অধিক ভিজিট এবং কমেন্ট পেতে এর লিঙ্কটি সম্ভাব্য সকল উপায়ে শেয়ার করুন, যা আপনার জয়ী হবার সম্ভাবনা বাড়িয়ে তুলবে।

পুরো নভেম্বর মাস জুড়ে চলবে এই প্রতিযোগিতা। বিস্তারিত শর্তাবলি জানতে কম্পিটিশন এপ http://www.blogymate.com/app.aspx?appid=10 ভিজিট করুন। কোন প্রকার সাহায্য বা জিজ্ঞাসা থাকলে অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানান, ধন্যবাদ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.