........ সম্প্রতি কয়েকটা শর্টফিল্ম দেখে ফেললাম । এগুলোর মাঝে একটা ডিজগাস্টিং লেগেছে । যেটা বাজে লেগেছে সেটা বলার কোন কারণ দেখছি না, কারণ ভালো লেগেছে/মোটামুটি ভালো লেগেছে এমন শর্টের সংখ্যাই বেশি । আজ এই চারটি শর্টফিল্ম হচ্ছে যথাক্রমে- The Conscience, Rooftop, Numerica, Memoiries .
The Conscience-সারসংক্ষেপ রিভিউঃ
মুভিতে একটি ছেলে স্টোরে যাওয়ার সময় দুজনকে কথা-কাটাকাটি করতে দেখে । স্টোর থেকে বেরিয়ে দেখে দুজনের একজন পেট চেপে ধরে পড়ে আছে ।
আক্রান্তের দিকে ভ্রুক্ষেপ না করে ছেলেটি চলে যেতে থাকে । কিন্তু যেখানেই সে যায় সেখানেই সে ফেলে আসা ছেলেটিকে দেখতে থাকে । সেই ছেলেটি তিরস্কার করে বলে তাকে এভাবে না ফেলে চলে এলে সে হয়ত বেঁচে যেতে পারত । অনুতপ্ত হয়ে প্রথম ছেলেটি আবার আক্রান্ত ছেলেটির কাছে যায় । কিন্তু সে কি বাঁচাতে পারল আহত ছেলেটিকে? বিবেকের দংশনে সাহায্য করতে সে এলেও সে কি সফল হতে পারবে?
এই শর্টফিল্মটির মেকিং মোটামুটি ভাল, কন্সেপ্টও পাতে দেয়ার মতই ।
কিছু কিছু আনাড়ীপনা আছে, আর অভিনেতারা সবাই একটি নির্দিষ্ট বয়সের মনে হল । কিন্তু এসব সহজেই অগ্রাহ্য করতে পারবেন আপনি ।
ROOFTOP-সারসংক্ষেপ রিভিউঃ
তিন বন্ধু মজা করার ছলে একটি উঁচু ভবনের ওপর উঠে নিচের রাস্তায় মানুষজনের ওপর ওয়াটার বেলুন ছুড়ে ওপর থেকে মজা দেখতে থাকে । কারো মাথায় গিয়ে লাগে ওয়াটার বেলুন, কারো গাড়ির গ্লাসে ফেটে পানি ছড়িয়ে পড়ে । এমনসময় তারা ছাদে একজন লোককে দেখতে পায় ।
লোকটি একপর্যায়ে তাদের বলে “তোমরা একবার নিচের দিকে তাকিয়ে দেখ তোমরা কি করেছ......” দুইজন নিচের দিকে তাকিয়ে দেখতে পায় দুইজন মাথা ফেটে রাস্তায় আহত অবস্থায় পড়ে আছে, আর সেই গাড়িটি থেমে রয়েছে, অবশ্যই সামনের গ্লাস ভাঙ্গা অবস্থায় । তারা হন্তদন্ত হয়ে ওয়াটার বেলুনের বাক্সে আসলেই কি আছে তা দেখতে যায়, যা দেখল তাতে দুই বন্ধুর আক্কেল গুড়ুম হয়ে গেল!
এই শর্টটি বেশ মজাদার । থ্রিল টোনটা বেশ ভালোভাবেই মেইন্টেইন করা হয়েছে । দেখলেই বুঝবেন ।
NUMERICA-সারসংক্ষেপ রিভিউঃ
এমন যদি কোন আইন করা হয়, প্রতিটি নবজাতক জন্মের আগে একজন পূর্ণবয়স্ক মানুষকে নিজের জীবন দান করতে হবে নয়ত কোন দম্পতি বাচ্চা নিতে পারবে না তবে? এমনই একটি অভিনব কাল্পনিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিকে উপজীব্য করে বানানো হয়েছে ১৬ মিনিটের এই শর্টটি ।
যমজ সন্তানের বাবা মা হতে যাওয়া একটি দম্পতির একজন অতিরিক্ত স্বেচ্ছাসেবক কিভাবে খুঁজে পাবে?
এই শর্টের পাত্র-পাত্রীদের অভিনয়ে খুঁত বলতে গেলে নেই । কখনো কখনো মনে হতে পারে আপনি আসলে পূর্ণদৈর্ঘ্য মুভিই দেখছেন ।
MEMORIES-সারসংক্ষেপ রিভিউঃ
মাত্র দুই মিনিটের সংলাপবিহীন এই শর্টটিতে দেখানো হয়, একজন বৃদ্ধ লোক রাস্তা দিয়ে হাটছেন আর তার জীবনের সব সুখের স্মৃতিগুলো ক্যামেরার ফিল্মের রুপে তার চলার পথে পড়ে আছে । তিনি একের পর এক সেগুলো কুড়িয়ে যেতে থাকেন এবং স্মিত হাসি দিয়ে সেগুলো দেখতে দেখতে যেতে থাকেন । এরপর এলবামে ছবি দেখতে থাকেন তিনি, ছবিগুলো একে একে কালো হয়ে যেতে থাকে সেই থাকে স্পস্ট হতে থাকে একটি “বিপ-বিপ” শব্দ ।
কি বোঝানো হল আসলে এই শর্টটিতে???
আমি যেই ভার্শনগুলো দেখেছি সেগুলো অধিকাংশই ইউটিউব থেকে নেয়া । ইউটিউব থাকলে লিঙ্ক দেয়া কোন ব্যাপারই ছিল না । কিন্তু বন্ধ হয়েই হয়েছে সমস্যা । নামগুলো মনে রেখে দিন, ইউটিউব খুলে দিলে দেখে নিয়েন ।
সবাইকে ধন্যবাদ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।