আমাদের কথা খুঁজে নিন

   

উন্নয়নের জন্য ব্যয় হবে ৬৫,৮৭০ কোটি টাকা

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী অর্থবছরে দেশের উন্নয়ন খাতে ৬৫ হাজার ৮৭০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন।
তবে স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর নিজস্ব উন্নয়ন প্রকল্পের বরাদ্দ অন্তর্ভুক্ত করে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় গত ২৮ মে আগামী ২০১৩-১৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) মোট ৭৩ হাজার ৯৮৪ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত হয়।
এর মধ্যে স্থানীয় মুদ্রায় ৪১ হাজার ৩০৭ কোটি টাকা জোগান দেওয়া হবে। প্রকল্প সাহায্য হিসেবে বিদেশ থেকে ২৪ হাজার ৫৬৩ কোটি টাকা পাওয়া যাবে বলেও আশা করা হয়। আর স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়ন রয়েছে ৮ হাজার ১১৪ কোটি টাকা।


যোগাযোগ-ব্যবস্থার উন্নয়ন ও পদ্মা সেতুর গুরুত্ব বিবেচনায় এডিপিতে পরিবহন খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। পদ্মা সেতু প্রকল্পে ৬ হাজার ৮৫২ কোটি টাকা বরাদ্দসহ পরিবহন খাতে মোট বরাদ্দের পরিমাণ ১৫ হাজার ৩৭৪ কোটি টাকা, যা পুরো এডিপির প্রায় ২৩ দশমিক ৩৪ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ৯ হাজার ৫৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বিদ্যুত্ খাতে, যা এডিপির প্রায় ১৩ দশমিক ৭৪ শতাংশ। এ ছাড়া শিক্ষা ও ধর্ম খাতে ১৩ দশমিক ৩১ শতাংশ, পল্লি উন্নয়ন ও পল্লি প্রতিষ্ঠান খাতে ১০ দশমিক ০৫ শতাংশ, ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ণ খাতে ৮ দশমিক ২৮ শতাংশ, স্বাস্থ্য, পুষ্টি জনসংখ্যা ও পরিবারকল্যাণ খাতে ৬ দশমিক ৪৪ শতাংশ ও কৃষি খাতে ৫ দশমিক ৬৫ শতাংশ।
তবে প্রায় ৭৪ হাজার কোটি টাকার এডিপি নেওয়া হলেও বরাদ্দ আনুপাতিক হার হিসাব করা হয়েছে ৬৫ হাজার ৮৭০ কোটি টাকা।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের এডিপি তৈরির জন্য অর্থ মন্ত্রণালয়ের বাজেট মনিটরিং ও সম্পদ কমিটি ৬৫ হাজার ৮৭০ কোটি ৪৩ লাখ টাকা বরাদ্দ রেখেছিল। পরিকল্পনা কমিশন এই সেই বরাদ্দ অনুযায়ী অন্য বছরের মতো এডিপি প্রণয়ন করলেও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন খরচ হিসাবে এনেছে। ফলে এডিপির আকার বড় হয়ে গেছে।
কিন্তু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর প্রকল্প পরিকল্পনা কমিশনের নজরদারিতে থাকবে না বলে বরাদ্দ হিসাব করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের ঠিক করে দেওয়া বরাদ্দ অনুযায়ী। আগামী অর্থবছরের এডিপি বাস্তবায়ন হারও হিসাব করা হবে অর্থ মন্ত্রণালয়ের এই বরাদ্দ ধরে।

এর ফলে এডিপির আকার বড় হলেও তুলনা বাস্তবায়ন বেশি দেখানো সম্ভব হবে বলে মনে করছেন পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্টরা।
নতুন এডিপিতে মোট প্রকল্পের সংখ্যা এক হাজার ১৭৬। এর মধ্যে ২০১২-২০১৩ অর্থবছরের সংশোধিত এডিপি হতে স্থানান্তরিত প্রকল্পের সংখ্যা ৯৯৬টি, বরাদ্দসহ নতুন প্রকল্প ৫০টি এবং স্বায়ত্তশাসিত সংস্থা বা করপোরেশনের নিজস্ব অর্থায়নের প্রকল্প ১৩০টি। এ ছাড়া এডিপিতে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্পের সংখ্যা ৬৬১টি। আগামী অর্থবছরে সম্ভাব্য সমাপ্য প্রকল্পের সংখ্যা ৩০৫।


নতুন এডিপিতে ১৭টি খাতওয়ারি বরাদ্দের বাইরে উন্নয়ন সহায়তা হিসাবে মোট এক হাজার ৯৪০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে বিশেষ প্রয়োজনে সহায়তা বা থোক বরাদ্দ হিসাবে রাখা হয়েছে ৪৫৪ কোটি ৪৪ লাখ টাকা। এ ছাড়া সিটি করপোরেশনে ২০০ কোটি, জেলা পরিষদে ৩৫০ কোটি, পৌরসভায় ৩৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.