আমাদের কথা খুঁজে নিন

   

সব কিছু ভুলে যাওয়ার পর যেটা মনে থাকে, সেটাই হচ্ছে শিক্ষা । তাহলে আমরা কতটা শিক্ষিত ?

চির প্রতিবাদী এক মনীষির একটা উক্তি মনে পড়ল, “আমাদের মস্তিক হচ্ছে বড় একটা পাথরের মত । আপনি যদি পাথেরের উপর এক বালতি পানি ঢেলে দেন তাহলে হয়তো বেশির ভাগ পানিই মাটিতে পড়ে নষ্ট হবে বা পাথরটা সাময়িক ভেজা থাকবে, কিন্তু কিছুক্ষন পরে তা শুকিয়ে যাবে । তাতে পাথরের কোন ক্ষতি হবে না । কিন্তু সেই এক বালতি পানি যদি ফোঁটায় ফোঁটায় পাথরের একই জায়গায় ফেলা হয় তাহলে পাথরও ক্ষয় হতে শুরু করবে । ” আমার কথাটার মানে এই না যে মস্তিস্ক ক্ষয় করা, আমি আমাদের দেশের কিছু শিক্ষা ব্যাবস্থা নিয়ে নিজের মত প্রকাশ করছি ।

জানি না কতোটা সঠিক, কিন্তু ভুল মনে হয়েছে । যদিও আমি নিজেই এই ব্যাবস্থার মধ্যে দিয়েই এসেছি । নবম-দশম, বা একাদশ-দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় একবারে বারোটা বই মুখস্ত রাখার ব্যার্থ চেস্টা করেছি । এটা ওই পাথর ভেজানো পানির মতই কি ছিল না ? সাময়িক মনে রেখেছি, তাতে হয় তো একটা ভালো ফলাফল এসেছে কিন্তু একবার নিজের স্মৃতি কে পিছিয়ে নিয়ে দেখেন, কতটা মনে রাখতে পেরেছেন আপনার সেই সময়কার শিক্ষা ? আমার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলেছিলেন, “সব কিছু ভুলে যাওয়ার পর যেটা মনে থাকে, সেটাই হচ্ছে শিক্ষা ” । তাহলে আমরা কতটা শিক্ষিত, এটা নিয়ে আমার নিজেরই সংশয় থেকে যায় ।

কিছু গুরুজনের কাছে শুনেছি, তারা নাকি তাদের এক শ্রেণী নিজের ছাত্রদের পড়াতেন । কথাটা বিশ্বাস করি । কিন্তু বর্তমান সময়ের একটা ছাত্রকে বলবেন ঠিক তার নিচের শ্রেণীর কাউকে পড়াতে, কতাটা সফল হবে সেটা যে শিক্ষা নিলো তাকে জিগ্যেস করবেন । মুখস্থ বিদ্যা দিয়ে ভালো ফলাফল করা আর অর্জিত বিদ্যা বাস্তবে কাজে লাগানো আকাশ পাতাল র্পাথক্য । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.