আমাদের কথা খুঁজে নিন

   

‘আমরাই বা কম কিসে?-------- যুবদল নেতার অস্ত্রবাজি

বৃক্ষের পরিচয় ফলে, আর একশ্রেণীর রাজনৈতিক নেতার পরিচয় ক্ষমতায়। সরকারি ক্ষমতা না থাকলেও তাঁদের খাসলতের বিশেষ বদল হয় না। নারায়ণগঞ্জে যুবদলের দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে বিরোধীদলীয় রাজনৈতিক ক্ষমতার ‘পরিচয়’ পাওয়া গেল। সরকারি দলের নেতা-কর্মীদের সন্ত্রাসী দাপটে বিরোধীদলীয়দের সরকারি দলে থাকার সময়ের কার্যকলাপ যখন ফিকে হয়ে এসেছে, তখন তাঁরা মনে করিয়ে দিলেন ‘আমরাই বা কম কিসে?’ যুবদলের কেন্দ্রীয় কমিটির কারারুদ্ধ সভাপতির মুক্তির দাবিতে সভা করা অন্যায় নয়। গতকাল রোববারের প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আলোকচিত্রে দেখা যাচ্ছে, কয়েকজন মিলে পড়ে থাকা একজনকে লাঠি দিয়ে পেটাচ্ছে, আর তার পাশেই হাতে পিস্তল আর চোখে সানগ্লাস পরে দাঁড়িয়ে আছেন যুবদলের স্থানীয় সহসভাপতি পান্না মোল্লা। গত শনিবার সেখানে উভয় পক্ষ যে সশস্ত্র সংঘাতে লিপ্ত হয়, পান্না মোল্লা সেই সংঘাতের একজন অন্যতম সেনাপতি বটে। সেই সংঘর্ষে গুলিবিদ্ধ হন চারজন। নেতার হাতে পিস্তল, কর্মীরা গুলিবিদ্ধ, গণতন্ত্রের নামে সন্ত্রাস—এই কি রাজনীতি? বিরোধী দলে থাকা অবস্থাতেই যাঁরা এমন সশস্ত্র ও সহিংস, ক্ষমতায় গেলে তাঁরা কী করবেন, তা সহজেই অনুমেয়। Click This Link  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।