আমার দাদির যখন বিয়ে হয় উনি নাকি তখন কেবল শৈশব পেরিয়ে কৈশোরে পা দিয়েছেন। তখনো উনি চোলি ঘাগর হাফ প্যান্ট পড়ে দাবিয়ে বেড়াতেন মাঠ ঘাঠ। বিয়ের সময় উনার মা উনাকে বলেছিলেন, "মা আর যা ই করিস, শ্বশুর কে দেখলে অন্তত মাথায় কাপড় টা(ঘোমটা) দিস। " যথারীতি একদিন মাঠে কাজ করার সময় পেছন থেকে উনার শ্বশুর এসে জিজ্ঞেস করলেন, "মা, কি করিস? "শ্বশুর কে দেখে দাদি র উনার মা এর কথা মনে গেল। হকচকিত দাদি উনার নিচের ঘাগর উঠিয়ে মাথায় ঘোমটা দিলেন! নিচে হাফপ্যাণ্ট ছাড়া কিছু নাই তো কি হইছে? মাথা তো ঢাকা গিয়েছে! পেছন থেকে যখনই শেয়ারবাজার দূর্নীতি, ইলিয়াস আলী, সাগর রুনি হত্যা, রেল কেলেংকারী আর পদ্মা সেতু দূর্নীতি, হলমার্ক এসে পড়ে, আমাদের শাসক শ্রেণী ঘাগর উঠিয়ে ঘোমটা দেন! কিন্তূ আমরা জনগনের কাছে নিম্নাঙ্গ যে দৃশ্যমান ই থাকে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।