আজকাল কিছু তথাকতিত প্রগতিশীল নারী , নারী স্বাধীনতার ধ্বজাধারীরা ইসলাম কে নিয়ে বাকা মন্তব্য, কটু মন্তব্য করতে মজা পায় । কিন্তু এরাই আবার অন্য ধর্ম সম্পর্কে কোন কটু কথা বলেনা ।
উম্মাদ মিতা হক এ দেশের মহিলাদের ঘোমটা পরা নিয়ে বাজে মন্তব্য করেছে যা ইসলাম কে হেয় করে বলা। এরা ঘোমটা না দেওয়া , পর্দা না করাকে উচু জাতের কাজ বলে মনে করে । অথচ এরা ভুলে গেছে এরা ধর্ম নিয়েই জন্ম গ্রহন করেছে ।
এদের মা-দাদীরাও পর্দা করে গেছে ।
ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে পার্থক্য থাকতে পারে । তার বেশভুষায় পার্থক্য থাকে। ইহাই স্বাভাবিক । একজন মানুষের পোষাক তার ধর্মীয় পরিচয় ও বহন করে ।
এখন ঘোমটা দেওয়া না দেওয়া ,পর্দা করা না করা যার যার ব্যক্তিগত ব্যাপার । অথচ এই পাগল মহিলা সে ব্যক্তি স্বাধীনতাকেও অবমাননা করেছে।
যে নিজেকে মুসলমান বলে দাবী করে তার মৃত্যুর পর ইসলামী কায়দায় দাফন-কাফন করা হয় । পুরুষ হইলে ৩ টুকরা, মেয়েদের ৫ । যাতে শুধু মুখ নয় পুরা শরীর ঢাকা থাকে।
এখন প্রশ্ন হইল ঘোমটা দিলে যদি বাংগালী না হয় তাহলে মিতা হকের মৃত্যুর পর মুখ ঢাকবে কি করে ? মুখ না ঢাকলে তখন মুসলমানিত্ব থাকবে কি করে ? নাকি পশুর মত দাফন হইবে ?
এরা মুলত নাস্তিক-কাফির হইতেও খারাপ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।