আমাদের কথা খুঁজে নিন

   

প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাদ, ঘুস খাওয়া অপরাদ নয়...........

এইতো আমিই আমার বিষয়ের সাথে আমার খুব প্রিয় শিল্পীর গানের কোন মিল আছে কিনা জানিনা, তারপর লিখলাম আরাকি। আমি ব্লগে খুব একটা লিখিনা কিন্তু একজন নিয়মিত পাঠক। কয়েকদিন ধরে ব্লগ ও পত্রিকায় আশরাফুলের ম্যাচ ফিক্সিং নিয়ে লিখা পড়ে চিন্তা করলাম আমরও কিছু মত প্রকাশ করা উচিত। আমি বুঝতেছি না এই বিষয় টা নিয়ে এই দেশে এত আলেচনার কি আছে, যেই দেশের একটা দিনের পত্রিকা পাওয়া যাবে না যেখানে ঘুস, দুর্নীতির খবর নাই। কি করছে আশরাফুল ? ১০ লক্ষ টাকা নিয়ে ম্যাচ ছেড়ে দিছে ?????? কিন্তু এর চেয়ে অনেক বড় বড় অপরাদ এই দেশে প্রতিনিয়ত হয।

শেয়ার বাজার, কালো বিড়াল, পদ্মা সেতু, রানা প্লাজা - - - - - - - - - - - - - - - - অসখ্য ইস্যু যার কোন শেষ নাই। এই সব অপরাধের কোন স্বীকারোক্তি নাই তারপর ও তারা আমাদের নেতা এবং আইডল মনে করে সারাক্ষন তাদের পিছনে ছুটি। এই দেশে অপরাধ যেখানে সাধারন বিষয় সেখানে স্রোতের বিপরীতে গিয়ে একজন বলল হ্যা আমি অন্যায় করেছি এবং তার জন্য আমি অনুতপ্ত। আমি মনে করি সে একজন বীর এবং কেউ না থাকুক আমি অন্তত তার পাশে আছি থাকব.. মানুষ মাত্রই ভুল করে। সেই ভুল থেকে শিক্ষা গ্রহনই বড় কথা।

আমার বিশ্বাস আশরাফুল তার কৃত ভুল থেকে শিক্ষা গ্রহন করে আবার আমাদের মাঝে ফিরে আসবে। আমি তার অন্যায় ক্ষমা করে দিয়েছি এবং তার জন্য শুভ কামনা জানাচ্ছি। ভাল থাকবেন সবাই মহান আল্লাহ সবার সহায় হন।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.