স্বপ্ন নয়, প্রেম নয়, মাথার ভেতর এক বোধ কাজ করে, আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি। চেয়ে থেকো ঐ সফেন সমুদ্দুরে যখন দখিণা বাতাস উড়িয়ে নেবে তোমার এলোচুল, আমায় পাবে বিষাদের গাঢ় অন্ধকারে অথবা বিশাল পিয়ানোতে তোমার আঙ্গুলের স্পর্শে। খুঁজে দেখো ঐ ঘাসফড়িংয়ের পাখায় যখন আকাশের আঁচল ছুয়েঁছে দূরের ঐ দিগন্তে, আমায় পাবে অচেনা বালিয়াড়িতে অথবা পীতবর্ণ চাঁদের চুরি করা আলোতে। ছুঁয়ে দেখো ঐ নিপতিত ঝরণাধারা যখন পাহাড় ছুঁতে চায় আকাশের সীমানা, আমায় পাবে সমগ্র সত্ত্বা দিয়ে অথবা ঠোঁটের ওপর আঁকা নিঃশব্দ চুম্বনে। হাত রেখো ঐ আঁধারের কালো আলোয় যখন প্রজাপতির ডানায় ফোটে শত গোলাপ, আমায় পাবে নিঃসঙ্গ জলকন্যার বিষন্ন উপত্যকায় অথবা পশ্চিমের পথ ধরে এক আশ্চর্য বাতিঘরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।