নিজেকে সাধারণ ভাবতেই আমার বেশি ভাল লাগে। সকল সাধারণের প্রতি আমার আকর্ষণ প্রবল। অসাধারণ সব কিছুকে আমি এড়িয়ে চলি। বেশিরভাগ মানুষই নিজেকে গুরুত্বপূর্ণ ভাবতে ভালোবাসে। নিজের গুরুত্বকে সে অন্য সবার মাঝে ছড়িয়ে দিতে চায়। এটা করতে গিয়ে বেশিরভাগ মানুষই এমন কিছু কাজ করে বা এমন কিছু কথা বলে যা পুরোপুরি অর্থহীন এবং যেসবের সাথে তার কোনোরূপ যোগাযোগ নেই। এই অর্থহীনতা যখন অন্যদের কাছে ধরা পড়ে তখন অর্থহীন আচরণ করা মানুষটি অন্যদের কাছে ব্যক্তিত্বহীন এবং অধিকতর গুরুত্বহীন হয়ে পড়ে। বেশিরভাগ মানুষই তাদের জীবনের বেশিরভাগ মূল্যবান সময় গুরুত্বহীন কাজের পেছনে অপচয় করে। আফসোসের কথা হল এদের কেউই এই নির্মম সত্যটা মৃত্যুর আগ পর্যন্ত উপলব্ধি করতে পারেনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।