অদ্ভুত পৃথিবী এখানে শাজাহান খানের দেওয়া বিভিন্ন বক্তব্য তুলে ধরা হল টক শোর প্রভাবে আমার পরিচিতি বেড়েছে -শাজাহান খান হারামজাদা আমাকে চেননা আমি তোমার চোখ তুলে ফেলব-শাজাহান খান( রফিকুল ইসলাম মিয়ার উদ্দেশে ) বাসচালকরা ঘাতক না, তারা জনগণের সেবক -শাজাহান খান সড়ক দুর্ঘটনার জন্য চালকেরা দায়ী নন- শাজাহান খান প্রধানমন্ত্রীর ড্রাইভারও ফাইভ পাস- শাজাহান খান শিক্ষিত হলেই গাড়ি চালানো যায় না- শাজাহান খান দুর্ঘটনা বাড়েনি বরং কমেছে- শাজাহান খান চালকদের ঘাতক বলবেন না-শাজাহান খান বর্তমান সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী -শাজাহান খান অনিয়মই যেন নিয়ম হয়ে গেছে- শাজাহান খান ফসলের এক নম্বর শত্রু ইঁদুর - শাজাহান খান খালেদা জিয়ার হাত শ্রমিকদের রক্তে রাঙা- শাজাহান খান ছিলাম রাস্তায়, নামিয়ে দেয়া হয়েছে নদীতে - শাজাহান খান বর্তমান সরকারের ৩ বছর স্বর্ণযুগ - শাজাহান খান মন্ত্রীরা পদত্যাগ করবেন কোন দুঃখে- শাজাহান খান বঙ্গবন্ধুর আমলে যে কাজ হয়নি তিন বছরে আমি তা করেছি-শাজাহান খান ফেরি ভাড়া বৃদ্ধির প্রভাব পড়ছে না-শাজাহান খান জিয়া কেরানীর ভুমিকা পালন করেছিলেন-শাজাহান খান সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র বানাবো- শাজাহান খান আপডেট শাজাহান খান ফেরিগুলো কোরামিন দিয়ে ঠিক রাখা হচ্ছে। বয়স যখন অনেক হয় এবং কেউ যখন অসুস্থ হয়ে পড়ে, তখন তারা কোরামিন বা চিকিৎসা ছাড়া চলতে পারে না। ফেরিগুলোর অবস্থাও হয়েছে তা-ই।’
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।