আমাদের কথা খুঁজে নিন

   

হারিয়ে যাওয়া বাতাসের গান

এখন আমি 'প্যারালাল ওয়ার্ল্ড' এ বিশ্বাস করি, আমার দৃঢ় বিশ্বাস - আমার মতোই কেউ আছে অন্য কোনও জগতে। হয়তো সেই 'আমি'র কাছেই আছে এই 'আমি'র সেই 'পুতুল'! দীপাবলির মতো রাঙিয়ে দিচ্ছে.... তার হৃদয় শোকেস রাত ১০ টা ৫৮।। বুকে খানিকটা ব্যথার মত হচ্ছে।হঠাৎ মনে হলো আমাদের জীবনের প্রতিটা জিনিসের জন্য ই যদি আবহ-সঙ্গীত থাকতো!!ব্যথার জন্য মিষ্টি সুরেলা মৃদু ধ্বনি।কাঁসার ঘণ্টা যেমনটা হয়।কষ্টের নানা সুর আছে কিন্তু আনন্দের সুর কেমনটা হতো?!আনন্দের সুরে মিশে থাকবে বুক জুড়ানো শব্দ-ভাণ্ডার নাকি কঠিন বাস্তবতা???বিষাদের সুর অনেকটা একঘেয়ে হবে যেন তা বারং বার কেউ না শুনতে চায়। কানের কাছে এখন খোলা সমুদ্রের ডাক শুনতে পাচ্ছি,নিজের একটা সমুদ্দুর থাকলে মন্দ হতো না,পা ডুবিয়ে অনেকক্ষণ বসে থাকা যেতো.....................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.