আমাদের কথা খুঁজে নিন

   

একজন মেয়ে সিরিয়াল কিলার এর কাহিনি

কাউন্টেস এলিজাবেথ বাথোরি - (লাডি ড্রাকুলা , ব্লাড কাউন্টেস, হাঙ্গেরিয়ান হোর ও বলা হয়) সরবচ্চ হত্যাকারী হিসেবে গিনেজ বুক এ নাম তুলে। ৬১০ এর বেশি কুমারি মেয়ে কে সে হত্যা করে। (৬১০ জনের কথা তার লিখা ডায়রিতে পাওয়া যায়) এদের রক্ত দিয়ে সে গোসল করতো। তার ধারনা ছিলো - এভাবে সে তার রুপ ধরে রাখতে পারবে। বিশাল ধনী (এমন কি রাজাও এদের থেকে ঋণ করতেন) পরিবারে র রূপসী মেয়ে এবং রাজকীয় পরিবারের সাথে সম্পর্কের কারনে সহজে মেয়েদের অনেক টাকা বেতনের প্রলোভন দেখিয়ে দুর্গে (Csethe castle) নিয়ে আসতো।

তারপর আর এদের কোন খবর পাওয়া জেতো না। এদের হত্যা করার আগে টরচার করার জন্য বিশেষ একটা সেল (Iron Virgin) সে বানিয়েছিলো যা দেখতে একটা মেয়ের মত - ভেতর টা ব্লেড এ ভরা। হত্যার জন্য knives, pincers, needles, axe, razors, red-hot irons and pokers ইত্যাদি ব্যাবহার করত। মৃত্যুর আগে তাদের চিৎকার শুনতে ভালোবাসতো। সে ছিলো হাঙ্গেরির একটি বনেদি পরিবারের মেয়ে ।

তাকে পুড়িয়ে মারা হয়। (১৫৬০-১৬১৪) রেফঃ Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.