আসুন,সরকারী কর্মচারীদের ঘুষগ্রহণসহ সকল দুর্নীতিবন্ধে সর্বাত্মক সহায়তা করি। কারন সরকারি কর্মচারীরা দেশপরিচালনার হাতিয়ার। তারা যদি না হয় দক্ষ ও সততার অধিকারী, আর্থ-সামাজিক উন্নয়ন এবং বাংণাদেশকে কল্যাণরাষ্ট্রে পরিণত করার কাজটি হবে সুদূরপরাহত। একটা সোনার দেশ ছিলো স্বর্গীয় পরিবেশ ছিলো; দেশটা শেষে হয়ে গেলো মানুষ মারার ফাঁদ ক্রমে ক্রমে যাচ্ছে কমে বেঁচে থাকার স্বাদ। একটা ফাঁদের নাম যে হলো মানুষ বোঝাই দালান বীমার লোভে যমকে ডেকে মালিক সাহেব পালান! অচল দালান ধসে পড়ে শ্রমিকগুলো যায়তো মরে হাজার শ্রমিক পৃষ্ঠ হয় কারবালার রোল সৃষ্ট হয়; গার্মেন্টস এর নাম মানুষ মারাই কাম? তদন্ত হয় রিপোর্ট কই আর থাকেনা হই চই; জানের মূল্য বিশ হাজার মুখ দেখেনা কেউ সাজার!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।