থলের বিড়াল খুজতেছি গতকাল যারা মিস করেছেন তাদের জন্য রিপোস্ট
বর্তমানে বিশ্বের প্রায় সবদেশেই ভিসা নিয়ে যাবার জন্য মেশিন রিডেবল পাসপোর্ট লাগে । অনেক ঝামেলা থাকার কারণে অনেকেই ভুল করে নিজের পাসপোর্ট করা থেকে থেকে আমি এ বিষয়ে শেয়ার করছি:
১)প্রথমেই View this link এ গিয়ে অনলাইনে আবেদন করুন। এখানেএকটি বিষয়ে খেয়াল রাখা দরকার যে যাদের জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সার্টিফিকেট নেই তারা ফিল আপ করতে পারবেন না বা করলে ভুল হবে। এসব কেসে কমিশনার সার্টিফিকেট দিয়ে হাতে লেখা আবেদন পত্র জমা দিতে হবে।
২) নিজের লোকেশন দেখে আবেদন করুন:
ক) রামপুরা ব্রিজ থেকে একদম আবদুল্লাহপুর পর্যন্ত সবাইকে আবেদন করতে হবে উওরা অফিসে।
সোনালী ব্যাংক উওরা শাখা।
খ)ডেমরা থেকে রামপুরা পর্যন্ত সবার আবেদন করতে হবে যাত্রাবাড়ী পাসপোর্ট অফিসে এবং ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক যাত্রাবাড়ী ও খিলগাও শাখা।
গ) ঢাকার বাকী এলাকার লোক আবেদন করবেন আগারগাও শাখা।
ঁঢাকার বাইরে ৩১ টি স্থানে পাসপোর্ট অফিস আছে যেখান থেকে এমআরপি করতে পারবেন
৩) টাকা:
ক) নতুন সাধারন আবেদন কারীর লাগবে ৩০০০/- টাকা
খ) যারা জরুরী পাসপোর্ট লাগবে তাদের জমা দিতে হবে ৬০০০/- টাকা।
গ) আপনার আগের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে দিতে হবে আরো ১৫০০/- (অতিরিক্ত)
৪)কাগজ পত্র:
আবেদন ফরম এর প্রিন্ট আউট কপি
ঁ-জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধনরে কপি সত্যায়ন করে নিতে হবে।
এসএসসি সার্টিফিকেট সাথে ফটোকপি সত্যায়ন করা লাগবে।
চাকুরীরত থাকলে পরিচয়পত্রের ফটোকপি সত্যায়িত করা লাগবে।
পুরাতন পাসপোর্টের ফটোকপি প্রথম ১০ পাতা ফটোকপি সত্যায়ন করা লাগবে।
টাকা জমা দেবার রশিদ ফর্মের উপর আঠা দিয়ে লাগাতে হবে।
ছবি তোলার দিন অবশ্যই সাদা কাপড় বাদে অন্য রং এর কাপড় পড়তে হবে।
টাকা জমা দিয়েও আবেদন করতে পানের বা আবেদন করার পর টাকা জমা দিয়ে ফর্মে নির্ধারিত জায়গায় হাতে লিখে দিতে পারেন কোন সমস্যা হয়না ।
আরা কোন কিছু জানতে চাইলে লিখুন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।