আমাদের কথা খুঁজে নিন

   

আমি মালয়েশিয়া যামু আপনিও রেডি হন............ ৪০ হাজার টাকা ধার নিমু আবার ধার দিমু , কে কে রাজি আছেন চলেন যাই.........

যদিও আমি এখনও দেশীয় লেখাপড়ার গন্ডী উৎরাতে পারি নি তাতে কি সুযোগ একটা পাইছি বিএসসির ফাইনাল ইয়ারের ইন্টার্নী টা ভাবছি মালয়েশিয়া গিয়াই করমু ... শুধু খামু ঘুমামু আর কলা বেচমু , ৪০ দিনের ইন্টার্নী ভ্রমনও হবে ব্যাবসাও হবে সাথে আমার ইন্টার্র্নীটাও । কে কে রাজি আছেন হাত তোলেন আমাকে ৪০ হাজার টাকা ধার দ্যান , এই আমিই আবার আপনাদের ৪০ হাজার টাকা ধার দিমু তাও নিয়া যামু আপনাদের, তাড়াতাড়ি রেডি হন । তাহলে আসল খবর টা আপনাদের কে আগে পরিস্কার করি না জানি এতটুকুন পড়েই গালিগালাজ শুরু হয়ে গেল কিনা............ সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে জনপ্রতি সর্বোচ্চ ৪০ হাজার টাকা খরচ হতে পারে। খরচ এর চেয়ে কমও হতে পারে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মালয়েশিয়ায় সরকারিভাবে জনশক্তি রপ্তানির বিষয়ে আগামী ৮ নভেম্বর দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন মালয়েশিয়ায় যাবেন বলে জানা গেছে। মন্ত্রণালয় সূত্র জানায়, মালয়েশিয়ায় লোক পাঠানোর সব প্রক্রিয়া সম্পন্ন করেছে মন্ত্রণালয়। সরকারের পক্ষ থেকে অনেক কাজ এগিয়ে রাখা হচ্ছে। এই শ্রমিকদের বেতন ও সুযোগ-সুবিধা কী হবে, তা দুই দেশের সরকার আলোচনার মাধ্যমে চূড়ান্ত করবে।

সমঝোতা স্মারক স্বাক্ষরের পর সরকার মালয়েশিয়ায় জনশক্তি পাঠানো শুরু করবে। কর্মীর যাওয়ার উড়োজাহাজ ভাড়া মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। তাঁদের বিমানবন্দর থেকে গন্তব্যে পৌঁছানোর খরচও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বহন করবে। ভিসা, ট্যাক্স, প্রশিক্ষণ, কাজে যোগদান সময়ের খরচসহ আনুষঙ্গিক খরচ কর্মীকে বহন করতে হবে। এসব খরচ বাবদ টাকা কর্মীর কাছ থেকে নেবে মন্ত্রণালয়, যা সর্বোচ্চ ৪০ হাজার টাকা হতে পারে।

সূত্র আরও জানায়, মন্ত্রণালয় থেকে মালয়েশিয়াগামী ব্যক্তিদের ১০ দিনের একটি প্রশিক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে ব্যক্তিকে কাজের ধরন ও ভাষা শিক্ষা দেওয়া হবে। ওই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার বিষয়টিও প্রশিক্ষণের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। আসুন ভাই সকল,আমরা কাধেঁ কাধঁ মিলিয়ে অপার সৌন্দর্যের দেশ যাওয়ার প্রস্তুতি নেই, এই সুবর্ণ সুযোগ টা যেন কেউ কখনও হাতছাড়া করার ঘুনাক্ষরে কল্পনাও না করি !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! (কিছুটা ‘প্রথম আলো’ হতে সংগৃহীত) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.