আমাদের কথা খুঁজে নিন

   

মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে আটক ৬

কক্সবাজারের টেকনাফের সাবরাং এলাকা থেকে গতকাল শুক্রবার রাতে ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল। বিজিবির ভাষ্য, আটক হওয়া ব্যক্তিরা সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন।
আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার এলাকার পাউশা বাজারের বাসিন্দা মো. আবু সিদ্দিক (২২), মো. সোহেল (২২), আবু খান (২৩) ও জিয়া উদ্দিন (৩৮); বাগেরহাটের চিতলমারীর বড়বাড়িয়ার মো. শরিফুল ইসলাম (২১) ও মো. সামাদ শেখ (২০)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪২ বিজিবি ব্যাটালিয়নের নায়েক সুবেদার মোহাম্মদ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি টহল দল গতকাল সাবরাংয়ের কচুবনিয়ার মগপাড়া এলাকা থেকে ওই ছয়জনকে আটক করে। এ সময় আরও ১০-১২ জন পালিয়ে যান।

তাঁরা দালাল বলে বিজিবির ভাষ্য। আটক হওয়া ব্যক্তিদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটক ব্যক্তিদের তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, স্থানীয় দালালচক্রের সদস্য মো. ফরিদ, মো লেদু, আবদুর রশিদ, মো. ইব্রাহিম ও মো. জিহাদুল জাহাজে করে তাঁদের মালয়েশিয়া পাঠানোর কথা বলে প্রত্যেকের কাছ থেকে অগাম ৩০ হাজার টাকা করে নেন। গতকাল কচুবনিয়া এলাকার ঘাটে নিয়ে যাওয়ার সময় তাঁদের আটক করে বিজিবি। এ সময় অন্যরা পালিয়ে যান।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান প্রথম আলো ডটকমকে জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পাঁচজন দালালের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদৌস প্রথম আলো ডটকমকে জানান, আটক ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই করে তাঁদের নিজ নিজ অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে। বিজিবির ভাষ্য অনুযায়ী দালাল বলে পরিচিত ওই পাঁচজনকে আটকের চেষ্টা চলছে। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.