ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির তরুণ নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে আনিত ধর্ষণ ও অপহরণের অভিযোগ খারিজ করে দিয়েছে সেদেশের সুপ্রিম কোর্ট। দেশটির সমাজবাদী পার্টির শীর্ষস্থানীয় নেতারা রাহুলের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করতে উতসাহ যুগিয়েছেন বলে রাহুল যে কথা বলেছেন তা খতিয়ে দেখার জন্য দেশটির তদন্তকারী সংস্থা সিবিআইকেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায়ে রাহুলের বিরুদ্ধে আনিত অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করা হয়েছে রাহুল এর আগে সুপ্রিম কোর্টকে বলেন, তিনি লোকসভার অমিথি আসনের এক মেয়েকে অবৈধভাবে আটক ও ধর্ষণ করেছেন বলে যে অভিযোগ আনা হয়েছে তা 'নোংরা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত'।# এই সেই সুকন্যা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।