দুঃখের জল,করে ছল-ছল... বিষয়টা প্রাসঙ্গিক।
বাঙালি হিন্দুরা সারা বছর অনেক পূজা পালন করলেও দুর্গাপূজা সবচেয়ে বর্ণিল আর অনেক বেশি সার্বজনীন । এ পূজায় ধর্ম –বর্ণ নির্বিশেষে সব জাত-মতের মানুষের মিলন-মেলায় পরিণত হয়।
অথচ, হিন্দু ধর্ম পালনকারীদের সবচে’ বড় এ উৎসবে মাত্র একদিন সরকারি ছুটি!
ব্যক্তিগত ভাবে আমার মনে হয়, দুর্গাপূজার এই ছুটি বাড়ানো উচিত।
আমাদের মুসলমানদের সারা বছর মাত্র দুটো ঈদ।
ধর্মীয় দিন হলেও,এ দুটো দিন উপলক্ষেই আমাদের সারা বছরের পুরো অর্থনীতি-বাজার-আনন্দ- উৎসব- টি ভি অনুষ্ঠান এ নতুন মাত্রা পায়,গতি বাড়ে ।
সারা বছরের কর্মব্যস্ত মানুষরা ঈদের ছুটিতে ফিরে যায় নাড়ির টানে , একটু নির্ভেজাল সুখের আশায়-মায়ের মমতা -বাবার স্নেহের কাছে, আদরের ছোট বোনের আদুরে আবদারের কাছে,আর ভালোবাসা নিয়ে অপেক্ষায় থাকা প্রিয়তমা স্ত্রীর কাছে।
গ্রাম-ই যেহেতু আমাদের শিকড় , তাই প্রতি ঈদেই গ্রামের বাড়ি যেতে ও ফিরে আসতে নাকাল হতে হয়, তাতে অধিকাংশ মানুষ প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত হয়।
তাই, ঈদ এর ছুটি বাস্তবিকভাবেই বাড়ানো আবশ্যক।
সরকার এর উচিত ঈদ আর পূজার ছুটি নিয়ে নতুন করে ভাবা উচিত, এবং এটা সময়ের দাবি।
(বিঃদ্রঃ- অন্য ধর্ম পালনকারীদের ধর্মীয় দিবসের ছুটিও বাড়ানো উচিত। )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।