আমাদের কথা খুঁজে নিন

   

"নারী কোন পন্য হতে পারে না"

আমারও লিখার অধিকার আছে......... নারী কোন পন্য নয়, নারীর সৌন্দর্য্য কিংবা বাহ্যিক রূপও কোন পন্য হতে পারেনা। নারীর মর্যাদা প্রতিটি ধর্মেই রয়েছে অনেক উর্ধে। একজন নারীই মা, কিংবা আদরের প্রিয় বোন, কখনও বা সে প্রেমিকা। একই নারী; কখনও সে ঘর সামলাচ্ছে, বাহিরের জগতে তার বিচরণ আমাদের করেছে মুগ্ধ, আবার সে নারীই এভারেস্টের চূড়ায় উঠছে পুরুষ তান্ত্রিক সমাজকে বুড়িআঙ্গুল দেখিয়ে । তবে আজ কিছু নারীর কারনে আমরা তাদের পন্য ভাবতে বাধ্য হচ্ছি।

আমাদের মিডিয়া নিয়ন্ত্রিত দৃষ্টিভঙ্গী তাকে আমাদের কাছে করে তুলেছে শুধুই ভোগ্যপন্য। বর্তমানে বাংলাদেশের টিভি চ্যানেল গুলতে এমন কোন বিজ্ঞাপন নেই যেখানে অর্ধ-উলঙ্গ নারীকে তথাকথিত মডেল হিসাবে উপস্থাপন করা হয় না। প্রতিটি বিজ্ঞাপনেই রয়েছে এমন এমন যৌন-আবেদন যা কিনা কনডমের বিজ্ঞাপনকেও হার মানায়। আমরা চাই না নারীকে কেউ পন্য ভাবুক। তার মূল্যায়ন হোক শুধুই মানুষ হিসেবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.