আমার সাধ না মিটিল, আশা না পুরাল, সকলে ছাড়িয়া যায় মা মালালার জন্য ভালবাসা,কান্না সমাবেদনা কিন্তু ড. আফিয়া সিদ্দিকা এর জন্য কেন নয়? কারন মালালা তালেবান দ্বারা আক্রান্ত আর ড. আফিয়া সিদ্দিকা আক্রান্ত তালেবানদের সৃষ্টি করা আমেরিকা দ্বারা বলে? মালালা কে ধর্মীয় উগ্রতার শিকার আর ড. আফিয়া সিদ্দিকা তথাকথিত সভ্য, জাপান, ভিয়েতনাম ,ইরাক,আফগানিস্তান আরও অনেক দেশে লাখ লাখ মানুষ কে প্রতক্ষ বা পরক্ষ ভাবে খুন করা, সন্ত্রাস দমনে নামে সন্ত্রাস স্সৃষ্টি করা আমেরিকা দ্বারা নিরজাতিত বলে? মালালা ধর্মীয় উগ্রতার শিকার তাই এখন সে মানুষ, আমাদের আদর্শ, তাদের জন্য আমাদের কান্না, কিন্তু সে যদি এখন আমেরিকা নামক সভ্য(?)দের দ্বারা নির্যাতিত হত আমাদের এই তথাকথিত অনেক দেশপ্রেমিক, চুষিল ব্লগার বলা শুরু করতেন “ ভালা হইছে, হারামি কুত্তার বাচ্চা ফাকিস্তানি গো বাচাইয়া রাখনের কুনু দরকার নাই” কেও যদি তার প্রতিবাদ করত সেও হয়ে যেতও ছাগু। আমাদের ম্যাডনা মাদাম মালালার জন্য কেদে বুখ ভাসান কিন্তু প্যালেস্টাইনে ইসরাইলের বম্বিং এ বিল্ডিং এর নিচে আটকে পড়া প্যালেস্টাইন শিশুর জন্য তার কান্না আসে না।আসলে সবই আমেরিকার দয়া। তারা যদি বলে আমি সাধু তো আমি সাধু, তারা যদি বলে আমি সন্ত্রাসী আমি সন্ত্রাসী। তারা যদি বলে এখন দিন তবে এখন দিন, এখন রাত তবে এখন রাত। যাই হোক সেই সব দুমুখো ব্লগার দের প্রতি আমার আসলে মায়া আছে। কি আর করবে? সংসার চালাতে হবে তো.....................। মালারা জন্য সমেবনা রইল, সেই সাথে ড. আফিয়া সিদ্দিকা এর জন্যও, আমার তো সভ্য আমেরিকার কাছ থেকে পেমেন্ট নিয়া পেট চালাতে হবে না। আমি কাজ করতে পারি সুশীল গিরি করার মতো অত যোগ্যতা আমার নাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।