পর্ব-১ Click This Link পর্ব-২ Click This Link পর্ব-৩ Click This Link হযরত আলী যে কয়জন ছাহাবী নিজেদের হাতে রাসুলের নিকট শ্রুত হাদীস লিপিবদ্ধ করে রেখেছিলেন, হযরত আলী (রাঃ) তাঁহাদের অন্যতম। তিনি কোরানের ব্যাখ্যা ও বিশে-ষণ সম্পর্কে কয়েকটি হাদীস রাসুলের নিকট হতে শ্রবণ করে লিখেছিলেন। - একে ভাঁজ করে তিনি তাঁর তলোয়ারের খাপের মধ্যে রেখে দিয়েছিলেন। এতে ব্যবহারিক কাজ-কর্ম সংক্রান্ত হুকুম আহকামের কয়েকটি হাদীস লিখিত ছিল। (সূত্র-হাদীস সংকলনের ইতিহাস; মু: আ: রহিম; ১ম সংস্করণ, ইসলামিক ফাউন্ডেশন; ৬ষ্ঠ প্রকাশ, পৃ: ২৯০-৩০০, খায়রূন প্রকাশনী;, পৃ: ২৯০ খোলাফায় রাশেদীন কর্তৃক এলমে হাদীস এর বর্ণনা দিলাম পারলে দিব্য জ্ঞানে বিচার করে দেখবেন। নাজিবুললাহ্ আপনি যে গাধা বুঝতেই চান না; কেবল গোঁ ধরে বসে থাকেন আর যায় বলেন তাল গাছ আমার। (সূত্র-হাদিছ সংকলনের ইতিহাস; মু: আ: রহিম; ১ম সংস্করণ, ইসলামিক ফাউন্ডেশন; ৬ষ্ঠ প্রকাশ, পৃ: ২৯০-৩০০, খায়রূন প্রকাশনী;, পৃ: ২৯০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।