ইনি হচ্ছেন সেই মিস্টার বিন যাকে ছাত্র পিগ, ছাত্র ধন ও চিবির কেদারা সবাই পছন্দ করেন।
কি আছে অনার মধ্যে !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
মিস্টার বিন একটি ব্রিটিশ ১৪টি পর্ব বৈশিষ্ট্য হাস্যরস টেলিভিশন ধারাবাহিক নাটক। এতে রোয়ান অ্যাটকিনসন প্রধান চরিত্রে অভিনয় করেন।
রোয়ান অ্যাটকিনসন
রোয়ান সেবাস্টিয়ান অ্যাটকিনসন একজন ব্রিটিশ লেখক, অভিনেতা এবং কমেডিয়ান। তিনি সুপরিচিত মিস্টার বিন, সিটকম্ ব্লাকাডার এবং নট দ্য নাইন ও'ক্লক নিউস ব্যঙ্গরচনা স্কেচ্ শো জন্য।
তাকে ব্রিটিশ ৫০ জন কৌতুক অভিনেতাদের এক হিসেবে পর্যবেক্ষকে তালিকাভুক্ত করা হয়েছে, এবং ২০০৫ সালে একটি সহযোগী কমেডিয়ানের ভোটে প্রথম ৫০ জন ব্যক্তিদের মধ্যে ছিলেন।
প্রাথমিক জীবন
অ্যাটকিনসন ৬ই জানুয়ারি, ১৯৫৫ সালে ইংল্যান্ডের, ডুরহাম বিভাগের, কনসেটে জন্ম গ্রহণ করেন।
তার পিতা এরিক অ্যাটকিনসন একজন কৃষক এবং কোম্পানি পরিচালক ছিল এবং তার মাতা এল্লা মে । তার বড় দুই ভাই, রডনি অ্যাটকিনসন, একজন Eurosceptic অর্থনীতিবিদ, যে ২০০০ সালে যুক্তরাষ্ট্র রাজ্য ইন্ডিপেন্ডেন্স পার্টি নেতৃত্ব নির্বাচন অল্পের জন্য হারিয়েছিল, এবং রুপেরট অ্যাটকিনসন।
বাল্যকালের ছবি
উনার বউ ও বাচ্চা
মিস্টার বিন বউের নাম সুনেত্রা শাস্ত্রী।
সুনেত্রা শাস্ত্রী এর বাবা ইন্ডিয়ান এবং মা ব্রিটিশ । তারা বিয়া করেন ১৯৯০ সালের ৫ ফেব্রুয়ারি। তাদের ২ বাচ্চা আছে।
কাহিনি কি !
কিছু বুজতে পারছেন ? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।