আমাদের কথা খুঁজে নিন

   

'মিস্টার বিন'-এর মৃত্যু গুজব

'মিস্টার বিন' খ্যাত রোয়ান অ্যাটকিনসনের মৃত্যুর গুজবে ছেয়ে গেছে ফেসবুক, টুইটারসহ বিভিন্ন স্যোসাল সাইট। সম্প্রতি এ ধরনের মিথ্যা প্রচারণার জবাব দিয়েছেন জনপ্রিয় এই অভিনেতার মুখপাত্র। তিনি মুখপাত্র ভক্তদের উদ্দেশে বলেন, তিনি (রোয়ান অ্যাটকিনসন) জীবিত আছেন, সুস্থ আছেন। তার মৃত্যু নিয়ে ফেসবুকের খবরটি পুরোপুরি মিথ্যা।

ফেসবুকে তার মৃত্যুর খবর দিয়ে ভূয়া পেজ খুলে এই গুজব ছড়ানো হয়।

ভূয়া খবরে বিভ্রান্ত হয়ে লাখো ভক্ত এই মৃত্যু সংবাদ শেয়ার করতে থাকেন ফেসবুক ও টুইটারে।

পেজটিতে বলা হয়, 'জনি ইংলিশ' সিকুয়েল ৩ থেকে বাদ দেয়ার কারণে আত্মহত্যা করেছেন রোয়ান অ্যাটকিনসন। এই খবরটি ডাউনলোড করতে গিয়ে আদতে শক্তিশালী কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্যবহারকারীরা। অনলাইন নিরাপত্তা বিশেষজ্ঞরা এ ধরনের ভুল খবরের লিঙ্কে প্রবেশ করতে নিষেধ করেছেন।

উল্লেখ্য, ফেসবুক ও টুইটারে জনপ্রিয় তারকাদের নামে প্রায়ই এ ধরনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ছে।

এর আগে জ্যাকি চ্যান, জেনেট জ্যাকসন, ক্রিস ব্রাউনের মত তারকাদের নামেও মৃত্যু গুজব ছড়ানো হয়েছিল।  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.