আমাদের কথা খুঁজে নিন

   

মিস্টার রামিন একটু শোনেন

মিস্টার রামিন একটু শোনেন, আমার মনের কথাটি বলেন, হাসতে গাইতে নাইতে খেলতে, আধো বোলে সত্যটি বলেন। ছোট্র দুটি চপল পায়ে, মিষ্টি হাসির মন রাঙিয়ে, ছপাত ছপাত সুর মূর্ছনায়, মনটা মোদের যাও ভরিয়ে। লাজুক লাজুক চোখা চোখা, দুষ্টুমিতে তবুও একরোখা, উথাল পাথাল এ ঘর ও ঘর, স্নিগ্ধ নয়নের অশ্রুসজল। দুর্বোধ্য সব বাক্যচয়ন, দুই জীবনের প্রাণ রসায়ন, সরল সোজা বোকাসোকা, তু্ই যে মোদের দুষ্টু খোকা। আয়না সোনা একটু কাছে, রাখব তোকে স্বপ্নসাঁঝে, উলুক ভালুক করিস না যে, দুষ্টুমিতে তোর সবাই পিছে।

ডাকছি তোকে কখন ধরে, আয়না বাবন আয়না ওরে, শুনতে কি পাস দুষ্টু বাবাই, তোকেই নিয়ে আমরা সবাই। আর কতকাল লাগবে তোকে, করতে বড় স্বপ্নাবেশে, ছোট ছোট কষ্টগুলোর, লাগবে পালে স্বপ্ন নাচন। করবি তুই যে লেখাজোখা, লক্ষ কোটি প্রাণের কথা, নির্ভয়ে সব নির্ঘুম চোখ, উঠবে জেগে রক্তসবুজ। সত্যিই বাছা আমার সোনা, দিবি কি তুই মোদের প্রণোদনা, অনেক ব্যথার রক্তক্ষরণ, হবে কি এবার স্বপ্নপুরণ। এই যে রামিন একটু শোনেন, আমাদের মনের কথাটি বলেন, হবে কি শেষ মোদের অপেক্ষার পালা, জুড়াবে মোদের অন্তরজালা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.