আমাদের কথা খুঁজে নিন

   

একজন আত্মপ্রত্যয়ী নারীর করুণ পরিণতির সিনেমার নাম-মিলিয়ন ডলার বেবি!(মুভি রিভিউ)

"আমার রঙ্গীন পাল নীল সাগরে, ভেসে যায় তরী আমার ঢেউ এর তরে, চলো স্বপ্ন বুনি নীল দরিয়ায়, অসীম নীলে তরী আমার যায় উড়ে যায়!" মর্গান ফ্রীম্যান কে চেনেন না,এমন লোক খুব কম ই আছেন যারা হলিউডের মুভি নিয়মিতো দেখেন! তার অসাধারণ সাবলীল অভিনয় আমাদের সবার ই মন কাড়ে ! তো হঠাত করে একদিন ইচ্ছে হলো সে আসলে কোন মুভির জন্য অস্কার পেয়েছে! যে ভাবা সেই কাজ,সার্চ দিলাম IMDB তে,পেয়ে গেলাম সেই মুভির নাম-Million Dollar Baby। এই মুভিতে সেরা সাপোর্টিং রোলে অভিনয়ের জন্য তিনি অস্কার পেয়েছেন! তো এই মুভির মেইন কাহিনী এক নারী বক্সার আর তার প্রশিক্ষক কে নিয়ে! আর মর্গান ফ্রীম্যান হলো সেই প্রশিক্ষকের সহকারী! মুভিতে Maggie Fitzgerald নামের এই নারী(Hilary Swank ) যে কিনা দারিদ্র্যের কষাঘাতে জর্জরিতো -অনেক অনুনয় অনুরোধের পর রাজী করান তার প্রশিক্ষক(Clint Eastwood ) কে তাকে বক্সিং প্রশিক্ষণ দেওয়ার জন্য! মেয়েকে হারানো এই প্রশিক্ষক প্রশিক্ষণ দিতে দিতে এক সময় তার মেয়ের ছায়া খুজে পান এই নারীর মাঝে! আর সেই নারী যথেষ্ট কম সময়ের মধ্যে বক্সিং জগতে আলোরণ সৃষ্টি করেন! এক পর্যায়ে তার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হয়! এরপর ঘটে যায় এক বিরাট দুর্ঘটনা,যেই দুর্ঘটনা মুভিটিকে অন্যদিকে টার্ন করিয়ে দেয়! এরপর? এরপর কি হয়-তা বললে তো মুভির আসল মজাই শেষ! তবে এটুকু বলতে পারি অস্থির এই মুভিটা দেখলে আপনার মন অবশ্যই খারাপ হয়ে যাবেই! IMDB তে রেটিং এর কথা ভাবছেন? হুম,এর রেটিং ৮ দশমিক ১! মুভিটি বের হয়েছিলো ২০০৪ সালে,আর ২০০৫ সালে এটা চারটি বিভাগে অস্কার পেয়েছিলোঃ Best Achievement in Directing Clint Eastwood Best Motion Picture of the Year Clint Eastwood Albert S. Ruddy Tom Rosenberg Best Performance by an Actor in a Supporting Role Morgan Freeman Best Performance by an Actress in a Leading Role Hilary Swank তো দেরী কেনো,যারা যারা দেখেন নি তারা আজ ই দেখে ফেলুন torrentz.com থেকে নামিয়ে!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.