জানি না কবে কোথায় , কিভাবে তোমাকে আবার দেখব। তবে তোমাকে হারানাটাই আমার অনেক বড় একটা বাজে অনুভুতি । ভাল থেকো বিবেকা। ভাল থেকো বিবেক। ভাল থেকো আমার কবিতাগুলো সময় কমে আধেক হল মরতে হবে সামনে । মরার আগে নিজের কাছে জবাব দিবেন ক্যামনে ? খুন ধর্ষন , প্রতিবাদ নাই পালিয়ে গেছেন ঘরে ; আপনার মেয়েও একইভাবে ----- আপনি মরার পরে । রোজ সকালে অফিস পাড়ায় ভদ্রবাবুর মত ; পাড়ার শিশুর জবাই গল্প চাপা দিয়েছেন ক্ষত । নিরব থেকেও পাপ করেছেন জঘন্য তার রূপ । মৃত্যুকালেও গন্ধ ছড়ায় সভ্যতাটা চুপ । সুদীপ্ত সজল খাঁ ছেংদু , চীন ৯/০৬/২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।