আমাদের কথা খুঁজে নিন

   

দুষ্ট ছেলে আর মিষ্টি মেয়ের ছড়া-৩ (কিন্চিত ১৮+!! )

আমি আর ভাববোনা, মিছে আর ভাববোনা তোমাকে....যত কষ্টই হোকনা বিরহে আর কাদবোনা……… পিছুটান পিছু থাকনা...আমি ভাববোনা,আর অযথা.....তোমা্কে..... ছেলে শুনছো! এমন মায়াবী চাঁদের আলোয় ভিঁজে.... তোমার ও ঠোঁট ছোঁবোই...!দেখে নিয়ো!! তুমি যেন ভরকে যেওনা আবার! হঠাৎ করে জড়িয়ে ধরলে... চমকে যেওনা আবার!!....সামলে নিয়ো! আচমকা আমায় জড়িয়ে ধরে বুকের সাথে আমায় মিশিয়ে নিতে ভুলোনা যেন!! এই ছেলে...!! অমন করে ভাবছোটা কি?? মিষ্টি মেয়েটা দুষ্ট হলো কেমন করে তাই বুঝি!!?? হাহ হা! আমি সব পারি গো! তোমার প্রেমে পাগল হয়ে লাজ ভুলি গো!!!! ## আমার পরথম ১৮+ লিখা!! সকলের দোয়া প্রার্থী....  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.