আমাদের কথা খুঁজে নিন

   

একজন স্ট্যান্ডআপ কমেডিয়ানের ডাইরী ১৮

লিখলাম একজন স্ট্যান্ডআপ কমেডিয়ানের ডাইরী ১৮ তারিখঃ অগাস্ট ০৪, ২০১২ জানি না কেন, তবে কি মনে করে আজ হটাৎ সামহোয়ার ইন ব্লগে লগ ইন করলাম। ঢুকেই আমি বলে উঠি, “হুরিক্কালাআআআ!!!” ব্যাটারা আমাকে ওয়াচ থেকে সেফ করে দিয়েছে। খুশিতে আমি হাসতে হাসতে এক হালি কলা খেয়ে ফেললাম......কাঁচা কলা। আর ডাইরী লিখতে বসলাম প্রায় ২ মাস পর। আসলে আমি এখানকার ব্লগারদের মত বুদ্ধিদীপ্ত সামাজিক লিখা লিখতে জানি না।

আমি একজন কমেডিয়ান। আমি মজার গল্প লিখার চেষ্টা করি। ভাল হলে গল্পটা মঞ্চে দাঁড়িয়ে বলি। যা হোক এই লিখাটা আমি সামহোয়ার ইন ব্লগের এডমিন কে উৎসর্গ করলাম। ভাল লাগলে বলবেন, কলা খাওয়াব......কাঁচা কলা...... ছোলকা সহ...... সেদ্ধ করে।

খারাপ লাগলেও বলবেন, পাকা পেপের বিচি দিয়ে জুস বানিয়ে খাওয়াব। প্রায় ২ মাস আগে আমার সিএ পরীক্ষার রেজাল্ট দিয়েছিল। তৃতীয়বারের মত প্রথম লেভেল ফেল করলাম। কি অদ্ভুত!!! আমার চেয়ে আমার পরিবারের সদস্যদের এতে বেশি দুঃখ। বড় ভাই একজন সিএ।

তিনি আমাকে বললেন, “শুন হারামজাদা, তুই হয় কমেডি ছাড়, নাইলে নাভিদ মাহবুবের (দেশের প্রথম স্ট্যান্ডআপ কমেডিয়ান এবং আমার গুরু) বাসায় কাজের ছেলের চাকরি নে”। খুব অপমানিত বোধ করলাম। আচ্ছা বলেন তো, আমি একজন গ্রাজুয়েট ছেলে। আমার ২.৫ বছরের অডিটের অভিজ্ঞতা আছে। আমার জন্য কি কাজের ছেলের চেয়ে ভাল চাকরি ছিল না? বোন, আরেক সিএ, আমাকে ফোন দিল।

আমি ভাবলাম এইবার বুঝি আমি শেষ। কারন আমার বোন যখন পি-২ তে তৃতীয়বারের মত ফেইল করে, আমি তাকে এরকম কিছু বলেছিলামঃ “দেখ আপা, তোমাকে দিয়ে আসলে লিখা পড়া হবে না। একটা কাজ কর, কাওরানবাজারে গিয়ে আলু পটলের ব্যবসা কর। ঐ কাজ করতে ভাল স্টুডেন্ট হওয়া লাগে না। ” অদ্ভুত, আপা আমাকে এমন কিছুই বলল না।

বরং আমাকে বলল, “দেখ ভাই, মন খারাপ করিস না। আবার চেষ্টা কর। যে যাই বলুক কানে তুলবি না। আমাকে কতজন কত কিছু বলছিল, আমি কি সেগুলা কে পাত্তা দিছিলাম? এমনকি গাধা গরু, ছাগল পাগলরাও আমাকে বলছিল লিখা পড়া ছেড়ে কাওরান বাজারে আলু পটলের ব্যবসা করতে। আম্মা বলল, “দেখ বাবা, জীবনটাকে একটু সিরিয়াসলি নাও।

এবার যদি তুমি পাশ করতে পার তাহলে আমরা সুন্দর একটা মেয়ের দেখে তোমার সাথে বিয়ে দিব। ” আমার কথা হল, এটা কি উৎসাহ নাকি থ্রেট? এটা একটা থ্রেট। এটা উৎসাহ হত যদি আমি অলরেডি বিবাহিত হতাম। আব্বা তেমন কিছু বলেন নাই। শুধু আমার দিকে একটা চাহুনি দিয়েছিলেন।

যার অর্থ হলঃ আহা! কি আফসোস!! তোকে জন্ম দিয়ে আমি কি ভুলটাই না করলাম! আজ আমাকে এই দিন দেখতে হত না যদি সেদিন ফার্মেসীটা খোলা থাকত। তাই এবার একটু সিরিয়াসলি পড়ায় মন দিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.