আমাদের কথা খুঁজে নিন

   

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তথ্য

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ ও আবেদনের সময় নির্ধারিত হয়েছে। মোবাইলে ভর্তি পরীক্ষার আবেদন ফরম বিতরণ চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৪ নভেম্বর। ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা মুঠোফোনের টেলিটক সংযোগ থেকে আবেদন করতে পারবে। মোট আসন ও অনুষদ : ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 'এ' ও 'বি' এ দুই ইউনিটে।

সামজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগের জন্য 'এ' এবং বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগের জন্য 'বি'। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগে মোট আসন সংখ্যা ১ হাজার ৪৪৮টি। এর মধ্যে সাধারণ আসন ১ হাজার ৩৮৫টি এবং মুক্তিযোদ্ধার সন্তান, আদিবাসী এবং প্রতিবন্ধীদের জন্য ৬৩টি আসন সংরক্ষিত রয়েছে। 'এ' ইউনিটের আসন সংখ্যা : 'এ' ইউনিটে ব্যবসায় প্রশাসন (৭০), অর্থনীতি (৬৫), ইংরেজি (৬৫), সমাজবিজ্ঞান (৬৫), পলিটিক্যাল স্টাডিজ (৬৫), লোক প্রশাসন (৬৫), নৃ-বিজ্ঞান (৬৫), সমাজকর্ম (৬৫) এবং বাংলাসহ (৬৫) ৯টি বিভাগে আসন সংখ্যা ৫৯০টি। 'বি' ইউনিটের আসন সংখ্যা : 'বি' ইউনিটে পদার্থ বিজ্ঞান (৬৫), রসায়ন (৬৫), গণিত (৮০), পরিসংখ্যান (৮০), ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (৫৫), জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (৩৫), ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি (৪০), বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (৩০), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৬০), কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (৫০), ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (৫০), সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনিঞ্জিনিয়ারিং (৫০), পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (৩৫), আর্কিটেকচার (৩০), ভূগোল ও পরিবেশ (৩৫) এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংসহ (৩৫) ১৬টি বিভাগে আসন সংখ্যা ৭৯৫ টি।

আবেদনের যোগ্যতা ও ফিস : বিজ্ঞান শাখা থেকে পাসকৃত শিক্ষার্থীরা 'এ' ও 'বি' উভয় ইউনিটে এবং মানবিক ও ব্যবসায় শাখা থেকে পাসকৃত শিক্ষার্থীরা শুধু 'এ' ইউনিটে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য একজন শিক্ষার্থীকে এইচএসসি/ সমমান ও এসএসসি/ সমমান উভয় পরীক্ষায় নূ্যনতম জিপিএ ৩.০ সহ মোট ৬.৫ থাকতে হবে। জিসিই 'ও' লেভেলে কমপক্ষে ৩টি বিষয়ে 'বি' গ্রেডসহ ৫টি বিষয়ে পাস এবং জিসিই 'এ' লেভেলে কমপক্ষে ২টি বিষয়ে 'বি' গ্রেডসহ ৩টি বিষয়ে পাস থাকতে হবে। ২০০৯ সালের আগে এসএসসি বা 'ও' লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে না। এ ছাড়া আন্তর্জাতিক গণিত অলিম্পয়াড, আন্তর্জাতিক ইনরমেটিক অলিম্পয়াড, আন্তর্জাতিক পদার্থ বিজ্ঞান অলিম্পয়াড, অন্যান্য স্বীকৃত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ মেডেলপ্রাপ্ত ছাত্রছাত্রীরা প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা ছাড়াই পছন্দের বিষয়ে ভর্তি হতে পারবে।

এ বছর ভর্তি পরীক্ষার ফিস 'এ' ইউনিটে ৬০০ টাকা ও 'বি' ইউনিটে আর্কিটেকচারসহ ৬৫০ টাকা এবং আর্কিটেকচার ছাড়া ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আরও কিছু জানতে ভিসিট করুন আমাদের বিশ্ববিদ্যালয় ওয়েব সাইট http://www.sust.edu/admission/ অথবা যে কোন প্রস্ন করতে পারেন শাবিপ্রবির ছাত্রছাত্রী দের স্বেচ্ছাসেবী facebook group, Click This Link । (এইটা official কোন গ্রুপ না ) ধন্যবাদ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.