আমাদের কথা খুঁজে নিন

   

চেলসির সঙ্গে কথা পাকা মরিনহোর!

হোসে মরিনহোর পরবর্তী গন্তব্য কি ইংল্যান্ড? ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত সংবাদে তো দেখা যাচ্ছে তেমনটিই। চেলসির মালিক ধনকুবের রোমান আব্রাহামোভিচের সঙ্গে লন্ডনের একটি রেস্তোরাঁয় বসেই নাকি চেলসির সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে কথাবার্তা পাকা করে ফেলেছেন ‘স্পেশাল ওয়ান’। আগামী মৌসুমেই প্রায় এক কোটি পাউন্ডের বিনিময়ে বার্নাব্যু ছেড়ে স্ট্যামফোর্ড ব্রিজে পাড়ি জমাচ্ছেন হোসে মরিনহো।
রিয়ালে মরিনহোর থাকা না-থাকা নিয়ে কানাঘুষা বেশ কিছুদিনের। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বুরুসিয়ার কাছে হেরে যাওয়ার পরও বিষয়টি খোলাসা করেননি মরিনহো।

তবে রিয়ালে যে তিনি থাকছেন না, বিষয়টি নাকি তিনি নিশ্চিত করেছেন ঘনিষ্ঠজনদের কাছে। তা ছাড়া, রিয়াল মাদ্রিদও মরিনহোর ব্যাপারে লাভ-ক্ষতি বিচার করে তাঁকে পরের মৌসুমে না রাখার ব্যাপারে সিদ্ধান্ত প্রায় পাকাই করে ফেলেছে। এখন আব্রাহামোভিচ যদি মরিনহোর জন্য রিয়ালকে এক কোটি পাউন্ড দেন, তাহলে তা নিয়ে তাদের কোনো আপত্তি নেই বলে দাবি করছে কয়েকটি ইংলিশ গণমাধ্যম।
রিয়াল মাদ্রিদে তিন বছর ধরে আছেন হোসে মরিনহো। এই তিন বছরে তিনি যে দলকে আহামরি সাফল্য উপহার দিয়েছেন, এ কথা বলা যাবে না।

তবে গত মৌসুমে তিনি স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার দীর্ঘদিনের রাজত্বে ভাগ বসিয়েছিলেন। চ্যাম্পিয়ন করেছিলেন রিয়াল মাদ্রিদকে। কিন্তু এর বাইরে একটি কোপা দেল রে ও একটি সুপার কাপ ছাড়া তাঁর আর কোনো সাফল্য নেই। ইংলিশ গণমাধ্যম দাবি করছে, সাফল্যহীন অবস্থায় এত দামি কোচ পুষে কোনো লাভ নেই বলেই মনে করেন রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। বরং তিনি আগ্রহী কার্লো আনচেলত্তির বিষয়ে।


মরিনহো ইংল্যান্ডে ফিরছেন কিনা, সেটা এখনো নিশ্চিত নয়। তবে মরিনহোর স্ট্যামফোর্ড ব্রিজে আবারও পা রাখার বিষয়টি ইতিবাচক চোখে দেখছেন টটেনহাম হটসপার কোচ ও মরিনহোর সাবেক সহযোগী (পোর্তো, ইন্টারমিলান ও চেলসিতে) আন্দ্রেস ভিয়াস বোয়াস। তিনি বলেছেন, চেলসির মরিনহোকে খুব দরকার ছিল। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে মরিনহো করেছিলেন সফল। দলের এই সাফল্য-খরার সময় চেলসি মরিনহোর দিকে তাকিয়ে ভালো করেছে।

ওয়েবসাইট। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.