আমাদের কথা খুঁজে নিন

   

আব্দুল আলিম এর একটি জনপ্রিয় গান (১)

রাজনীতি বুঝিনা। বাঁকা পথে চলিনা । গন্তব্য ওই তো কিছুদূর সামনেই দুয়ারে আইসাচে পাল্কী নাইয়ুরি দাও তোল রে তোল মুখে আল্লাহ্‌ রাসুল সবে বল-- ও মুখে আল্লাহ্‌ রাসুল সবে বল । দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা , তোমারে একেলা থুইয়া পালাইছে - তাহারা , তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ যে ঐ হল-- রে --হল মুখে আ ল্লাহ্‌ রাসুল সবে বল । দুয়ারে আয়সাচে পাল্কী..................। দিবা নিশি যে ছয় জনা দিত কুমন্ত্রণা -আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা -- ফেরেস্তা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে- দিন কি তোমার? মাবূদ কেবা ? তখন কি বলিবে ? ওরে আল্লাহ্‌ বিনে মাবূদ নাইরে জবানে তাই বল রে বল মুখে আল্লাহ্‌ রাসুল সবে বল । (আব্দুল আলিম এর গান ছোটবেলা থেকে শুনছি আজ ভালোলাগে কখনও বিন্দু মাত্র বিরক্ত আসে নাই—)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.